![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
যিনি মহাজ্ঞানী, বাকশক্তি প্রদানকারী
শুরু করলাম তাঁহার নামে যিনি প্রাণসৃষ্টিকারী
তিনিই হাকীম, অপরাধ মার্জনকারী
তিনিই প্রতিপালক এবং সাহায্যকারী।
যে গেল চলে তাঁহার দরবার ছাড়ি
খুঁজে দেখ ত, হয়েছে কি সে সম্মানী?
হয়নি। হবে না, হতে পারে না কোন প্রাণী
তিনিই ত সম্মানের একচ্ছত্র অধিপতি।
তিনি বাদশার বাদশা, তিনিই শক্তিধর।
হয়তো কেউ রাজ্যের বাদশা, হয়তো কেউ দাম্ভিক
তবুও আত্মসম্পর্ন করতে হয় তার
কারন তিনিই ত এই ভূমন্ডলের মালিক।
করেন ক্ষমা তিনি, কবুল করেন তওবা
যে নতজানু হয় তার দরবারে।
পাপের মামলা করে দেন ডিশমিশ
যে অনুতপ্ত হয় তার ঘরে।
তিনিই মালিক, যিনি বন্ধ করেন না রিযিক
তাঁহার জ্ঞানের কেহ নয় সমকক্ষ।
সারাজাহান তাঁর একবিন্দু পানি সমতুল্য
অগোচরে সবই তাঁহার কাছে উম্মুক্ত।
নেই কোন বৈষম্য, শত্রু মিত্রে
সবাই সমান তাঁহার দরবারে
করেছে বসবাস পাপ পূর্ণ্যে
তাঁহার সেই সরল অসাধারণ দস্তরখানে।
সমকক্ষতা ও প্রতিদ্বন্দ্বী হতে তিনি চিরমুক্ত
মানব দানবের অানুগত্য হতে মুক্ত তাঁর রাজত্ব
করুক আর নাহি করুক আনুগত্য কেহ
তাঁহার পবিত্র সত্ত্বা, চির পবিত্র।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
স্বপ্নবাজ তরী বলেছেন: এতে নেই কোন সন্দেহ
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
এম ডি মুসা বলেছেন: তিনি মহা সত্য মহা পবিত্র একক সত্তা ।