![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
তোমায় নিয়ে লিখবো বলো
কত শব্দপথ পাড়ি দিয়েছি আমি?
শব্দের খোঁজে,
আমি হিব্রু, হিন্দি, তামিলনাড়ু শেষে
গিয়েছি চীন, জাপানে
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে
অবশেষে গেলাম অামাজনের গহীনে
উপজাতি অ্যাপিক্যালিপ্টোদের কাছে
তবুও দেখ, ছলনার বহিঃপ্রকাশে,
শব্দের কি আকাল পড়ল গ্রহে?
©somewhere in net ltd.