![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
শূণ্যতার গভীরেও
ভালোবাসা থাকে,
থাকে গভীর অজানা আর্তনাদ
না পাওয়া চিরচেনা স্বপ্নের হাহাকার
তোমার মুখচ্ছবির আড়ালে
লুকিয়ে থাকা বিষাক্ততা।
শূণ্যতার মড়মড় ধ্বনি, যেখানে
নিঃস্ব আমার সত্ত্বা।
শূন্যতারও আছে প্রতিচ্ছবি
আছে ব্যথাতুর অনুভূতি
না বলা সহস্র জিজ্ঞাসা
তোমার কন্ঠস্বরের কলকাকলি
আমার হেরে যাওয়ার ধ্বনি
বিষন্নতার নিস্তব্ধতা,
সাথে একরাশ শূণ্যতার
প্রতিধ্বনির আকুল বিনতি।
বেঁচে থাকার সহস্র কারণে
হেরে যাওয়া মননের সুপ্ত বাসনা
শূণ্যতার অট্টহাসির প্রতিবাদে
অবশেষে স্বাদ হীন, গন্ধহীন,
একটি প্রাণের বেঁচে থাকা।
২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাল লিখেছেন+++
শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৫
জয় আজাদ বলেছেন: ভাল লাগল কবি।