![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
হিসেব
-----------
(১)
হে ভূবন অম্বরের চাঁদি
তুমি কি জানো?
অংক কষেও হয় মন দেয়া-নেয়া ।
মনের অলিগলি ঘোরা
হঠাৎ একটু আলতো ছোঁয়া
অানমনে একটুখানি
হৃদয় হরণ খেলা।
অভিমান, মান ভাঙানোর ছলা
দাঁড়িপাল্লায় মেপে কথনমালা।
(২)
ভুল, আর ভুল করার খেলা
সন্দেহের বাতিক নিয়ে
দু'জনের কাছে আসা
নিঃশেষিত সময়ে, অপরিপক্ব বটবৃক্ষে
নিজেকে সঁপে, একাকি কাঁদা।
হে চাঁদি,
তুমি কি জানো?
সর্পিলাকার হাসিও লম্বা হয় মেপে।
চাওয়া পাওয়ার হিসেবে
অন্ধকারে রয়,
দিনের অালোয় হারানো
ভালোবাসার নক্ষত্রদ্বয়।
©somewhere in net ltd.