![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
ধরো আমি হারিয়ে গেছি
দূর নীলিমায় মিশে গেছি
তখনও কি আমায় ভালোবাসবে তুমি
ছুটে আসবে কি?
সব সাংসারিক কাজ ফেলে,
আমার নিথর দেহ দেখবে বলে?
কয়েক ফোঁটা অশ্রু কি,
ঝরে পড়বে হৃদয়ের গহীনে অজান্তে?
প্রথম স্পর্শের স্মৃতি কি বাঁক খাবে
সময়ে অসময়ে?
ফুচকা খেতে বারণ করার রাগ কি
এবার কমবে?
জানতে ইচ্ছে করে?
একবার মরে আবার জেগে
তোমার প্রেমে পড়তে ইচ্ছে করে।
ইচ্ছে করে নিয়ম করে ভুলে থাকাটা
অনিয়মের বেড়াজালে আটকিয়ে
আরেকবার স্পর্শ করি তোমার হাতটা
হারিয়ে যাই, ভালোবাসার নৌকায়ে।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৩
মিঃ সালাউদদীন বলেছেন: হতাশার কবিতা, ভাল লাগলো, তবে, কবিতায় প্রান দিলে পড়তে ভাল লাগে ।