![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
ভালো থেকো,
ভোরের শিশিরের মতো
কুয়াশা ঢাকা ঢলমলে পুকুরের মতো
কনকনে শীতে, চাদরের আবরনে
ভালো থেকো।
ভালোবাসায় কাটুক,
হুতুম পেঁচার মতো জোৎস্না রাত
শরতের আকাশের মতো সাজুক
তোমার প্রতিটি সকাল, রাত।
ধবধবের বকের মতো বারবার
ভালো বাসা ফিরে আসুক।
পুর্ণ হোক সব অপূর্ণতা,
বর্ষায় ভেসে যাক সব দুঃখ
স্মৃতির যন্ত্রনা, না পাওয়া
ফিরে আসুক সব চাওয়া
রংধনু হয়ে
পূর্ণ হোক অপূর্ণতা।
©somewhere in net ltd.