![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
#RaiseYourVoiceAgainstKota
হায় স্বাধীনতা
---------------------
হায় স্বাধীনতা!
তোমার জন্য রক্তেভেজা রাজপথ
এখনও বুভুক্ষ,
এখনও তৃষ্ণার্থ
আরো কিছু রক্তচায় সে।
তাজা যুবকের ঘাড় বেয়ে পড়া
মাথার খুলি থেকে পিনিক দিয়ে বের হয়ে আসা
বুকের এপোঁড় ওপোঁড় হয়ে যাওয়া
বুলেটে আগায় মংসপিন্ডসহ
সতেজ রক্ত চায় সে।
হায় স্বাধীনতা!!
বৈষ্যমের বিরুদ্ধে লড়তে গিয়ে
আজ তুমি আটক
বৈষ্যমের বেড়াজালে।
কণ্ঠররোধের বিরুদ্ধে লড়তে...
লড়তে তুমি নিজেই কারাবাসে।
ন্যায় কথায়
যদি তিতাই হয়
তুমি কোন ন্যায়ের স্বাধীনতা?
ন্যায়ের জন্য
যদি আবার রক্তঝরে,
তবে আমি স্বাধীন হলাম কবে?
হায় স্বাধীনতা!!
কতটুকু রক্ত তোমার চাই বলো
একপোয়ালা নাকি একসাগর সম
না হয় বলো
তোমার উদরটা কত বড়।
আমি কি তবে এবার যুদ্ধে যেতে পারি?
দিলাম তোমায় সব লোহিত, শ্বেত
এবং অনুচক্রিকা
সাথে বোনাস দিলাম
অনাগত আমার সবি।
শুধু বলো,
এবার করবেনা ছলনা শঠতা।
আড়ালে আমায়, আমার রক্ত নিয়ে
করবে না হাসা।
একসাগর তৃষ্ণণা
নিয়ে আজও আছে আপেক্ষায়
পূর্বেকার বংশধর
তাদের রক্ত আছো ঘুরে ফিরে
আমার চারপাশ।
আমার রক্তে দিচ্ছে প্ররোচনা
আমার শিরা উপরিশায় তাদের চল
এবার বল,
আমায় তুই দিবি কিনা।
মুক্ত বাকের বল।
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১১
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ ।
বাক স্বাধীনতা .
২| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
৩| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে ভাইজান।
৪| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এ কী লিখেছেন!! কবিতা পড়ে রক্ততো গরম হয়ে গেল।
মুক্ত বাকের কী??