![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
গতকাল শুনলাম, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে একপা দিয়েছে।
আর আজ শুনি,বিশ্বের পাঁচ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ।
একেই হয়ত বলে, "কাভি খুশি কাভি গাম।"
http://bbc.in/2pAiFp3
২| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্থায়ী উন্নয়নশীল দেশ হতে আরো ৬ বছর লাগবে কিন্তু বর্তমানে স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ।
এই খবরে আমি পুরাই শক্ ড।
৩| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৫
শাহিন মিশু বলেছেন: খত্না যখন একবার হয়েই গ্যাছে এখন আর সেটা পুনঃস্থাপন করার কোনো উপায়ই নেই!অনুরুপ মিছিল যখন করেই ফেলেছি তখন দুষ্ট রিপোর্টের ধার ধারে কে আমরাই সাপ আমরাই ওঝা!
৪| ২৪ শে মার্চ, ২০১৮ ভোর ৬:২০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশ বিএনপি/জামাত বা আওয়ামী লীগের শাসনামলে সবসময়েই একধরণের স্বৈরতান্ত্রিক পরিবারতন্ত্রের মধ্যেই পরিচালিত হয়েছে - বলা যেতে পারে একধরণের বাদশাহী শাসনের মতো | বাংলাদেশ ক্ষনিকের জন্য গণতন্ত্রের স্বাদ পেয়েছে যখন তত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনার জন্য দেশ পরিচালনা করেছে | দুর্ভাগ্যক্রমে সেই অধিকারটাও জনগণের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে |
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্থায়ী উন্নয়নশীল দেশ হতে আরো ৬ বছর লাগবে কিন্তু বর্তমানে স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ।
এই খবরে আমি পুরাই শক্ ড।