![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
#ReformQuotaBD
আমার টাকায় কেনা গুলিতে,
আমি আহত, নিহতের সারিতে।
আমার শরীরের রক্তঝরে
আমার কেনা বুলেটে।
আমার চোখ ঝলসে যায়
জলকামান, কাঁদুনে গ্যাসের ঝাঁঝে।
আমি ছেড়ে দিবো রাজপথ
ভেবেছ নিয়েছ কি তুমি?
ন্যায় অন্যায়ের ব্যবধান
তোমার আঘাতে শিখেছি আমি।
২| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০
আমি ব্লগার হইছি! বলেছেন: ট্যাক্স না দিলেও মোবাইল বিল, সিগারেট এর উপর অনেক ভ্যাট দিতে হয়। আর অন্যান্য জিনিষপত্র কিনতে গেলেও ভ্যাট ও আরো অনেক রকম ট্যাক্স দিতে হয়। ছাত্র বলে তো আর ট্যাক্স ভ্যাট মাফ পায় না ওরা। আর ওদের মা বাবারা তো ট্যাক্স দেয়।
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৯
ক্স বলেছেন: পবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেমেয়েদের ২০% এর বাবা-মা ট্যাক্স দেয় কিনা সন্দেহ। কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর সন্তানরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। একটা ক্লাসের সব ছাত্রছাত্রীর বাবা মা মিলে যে পরিমাণ ট্যাক্স দেয়, তাতে এখন টিচারের বেতনের টাকাও ওঠেনা। সিগারেটের উপর ভ্যাট একটু বেশি আসে স্বীকার করি, কিন্তু মোবাইল ব্যবহারের উপর ১৮% এর বেশি হয়না। একজন স্টুডেন্ট মাসিক ২০০টাকার মোবাইল ইউসেজ হলে ভ্যাট হবে ৩৬ টাকা, বছরে ৫০০ টাকারও কম। এরকম ২ লাখ ছাত্রের কাছ থেকে সরকারের মাসিক আয় মাত্র সাড়ে আট কোটি টাকা। অথচ প্রতি ছাত্রের পেছনে সরকারের মাসিক ব্যয় ৪ হাজার টাকার উপরে।
৪| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: কবিতা ভাল হয়েছে।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫০
ক্স বলেছেন: গুলিতে যারা আহত হয়েছে, তারা কেউই ট্যাক্স দেবার মত টাকা উপার্জন করেনা, বরং যারা পাবলিক ইউনিতে পড়ে, সেই ইউনির যাবতীয় খরচাপাতি করদাতাদের ট্যাক্সের টাকায় করা হয়। পুলিশের বেতন, বন্দুক, গুলির খরচ সরকারী কোষাগার থেকে দেয়া হয় নিজ দেশে বিশৃঙ্খলা দমন করার জন্য - শত্রু দেশ থেকে নিজ দেশকে নিরাপদ রাখার জন্য নয়।