![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
১। রাজনীতির মধ্যে যে নেতা(নেতৃত্বগুণ সম্পূর্ণ) লোকের অভাব সেটারই বহিঃপ্রকাশ হিরো আলমের মতো লোকও একটা দল থেকে মনোনয়ন পাওয়া।
২। রাজনীতির মধ্যে এখন যে সিনিয়র, জুনিয়র ধাপ গুলো বিলুপ্ত এবং ত্যাগী নেতার অভাব তার প্রকৃষ্ট উদাহরণ মাশরাফির মনোনয়ন। এতে ঐ এলাকাতে গত কয়েক শতক ধরে যারা রাজনীতির সাথে যুক্ত তাদের কে অনুৎসাহিত করা হয়েছে এবং কয়েক দশকের জন্য একধরনের লুটপাট কেন্দ্রিক তৃণমূল নেতা তৈরি করবে যারা সবসময় বর্তমানে বিশ্বাসী হবে এবং নিজেদের অাখের ঘুচাতেই থাকবে।
৩। শুধুমাত্র জনপ্রিয়তা যদি রাজনৈতিক ব্যক্তির যোগ্যতা তবে বলতেই হবে এদেশে রাজনৈতিক ব্যক্তির অভাব হবে না কারণ যতজন জনপ্রিয় ইউটিউবার এবং মোটিভেশনাল স্পিকার আছে তা দিয়ে আরো একশ বছর দেশ চলতে পারবে।
জনগনের প্রতি দায়িত্ব, কর্তব্য, মাঠপর্যায় ব্যক্তির ত্যাগ, নেতৃত্বগুণ, দলগত আদর্শ এবং ব্যক্তিগত আদর্শের সমন্বয় এখন রাজনৈতিক ব্যক্তির মধ্যে সত্যিই অভাব ।
গরীবের বৌ যেমন সবার ভাবি , আজ রাজনীতিও সবার ..
২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫৩
ইব্রাহীম আই কে বলেছেন: খারাপ লাগেনি।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৬
ইয়োডা বলেছেন: শিরোনামের সাথে লেখার কোনো মিল নেই। ছবির মিল নাই।আধা খিঁচড়া লেখা।
৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫১
আলআমিন১২৩ বলেছেন: যারা কমপক্ষে দশ বছর একই আদর্শের রাজনীতি করেছেন তাদেরকেই এমপি নিরবাচনের জন্য যোগ্য ঘোষনা করা উচিত।
৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনার পোষ্ট আপনার কাছে ইন্টারেষটিং মনে হয়েছে?