![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
আমার কেবলই শুধু
তোমার চোখজোড়া দেখতে ইচ্ছে করে।
ইচ্ছে করে আলতো করে একটু ছুঁয়ে দিই
নিমেষে হারিয়ে ফিরে এসে, চমক কিছু হই
রেললাইনের মত সমানে সমানে রই
তোমার হাতের নরম তুলি হই।
আমার খুব ইচ্ছে করে
তোমার কেউ হই,
আমার কাছে আমি ছাড়া তুমিই একখানা বই
সে বইয়ের লুকানো কথায় আমি কিছুটা রই।
আমার খুব ইচ্ছে করে
তোমার হাসি হই
তোমার মাঝে একটুখানি ক্ষণিক হয়ে রই
তোমার স্মৃতি ঘুরুক ফিরুক,আমার কথা কই।
তোমার মাঝে আরেকটু আমার আমি হই।
আমার কেবলই........
২| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১০
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার-----------
৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৫
ক্যাফেটেরিয়া বলেছেন: বেঁচে থাকুক মানুষের ইচ্ছে গুলো।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইচ্ছে পূর্ণ হোক
সুন্দর হয়েছে