![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
কখনও কি দেখেছ ভেবে
একটি সাগর একাকি হাঁটে কিভাবে
ঠাঁই দাঁড়ানো গাছটি হাঁটবে ভেবে
যে শিকড় সে বিঁধেছে চারিধারে
কখনও কি দেখছ ভেবে
কাঠুরিয়ার আঘাত যতটা না লেগেছে গায়ে
তারচেয়ে বহুগুনে কেঁদেছে সে স্বপ্নভঙ্গে।
কখনও কি দেখেছ ভেবে
একটি আকাশ একাকি হাঁটে কিভাবে
পাখিদের ডানা মেলে উড়া দেখে
যে আকাশ রঙ বদলায় ক্ষণেক্ষণে
মিতালি হবে হবে ডানায় ভর করে
উড়বে সে সুদূর থেকে আরো দূরে
কখনও কি দেখেছ ভেবে
মেঘেদের আড়ালে আকাশ কেন কাঁদে
সে যে স্বপ্নীল হতে হতে স্বপ্নভঙ্গে।
কখনও কি দেখেছ ভেবে
একটি কবিতা একাকি হাঁটে কিভাবে
মনের গহীনের শব্দ ভান্ডার হতে
অজস্র শব্দ ফেলে তুলেছিল তোমাকে
পিচঢালা রাস্তা ধরে বহুদূর যাবে বলে
কখন কি দেখেছ ভেবে
সেই তুমি একটি কবিতার স্বপ্ন ভাঙ্গলে বলে
সহস্র বছর ধরে একাকী হাঁটে সে।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২২
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন । ভালো থাকুন।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৮
ক্যাফেটেরিয়া বলেছেন: #মন্তব্য আমি করতেই পারি।ভালো লিখেছেন।আপনার কবিতাগুলো একা হয়ে গেছে। কিন্তু এমন অনেক আছে যারা কবিতা লিখতেই ভুলে যায়।খুবই সুন্দর কবিতা। অন্তরে দাগ কেটে গেছে।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪
নিভৃতা বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো।