![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
প্রিয়,
তোমার হাতে যদি যথেষ্ট সময় থাকে,
তবে একটি কবিতা পাঠিও
জানি আজকাল,
আর কোন সময় বেঁচে নেই,
অন্যের জন্য, অন্য সময়ের জন্য।
তবুও যদি হাতে একটু সময় থাকে,
তবে একটি কবিতা পাঠিও
বহুদিন আমি শুনিনি কোন আবৃত্তি
কেউ কখনও কথা রাখেনি
অমাবস্যা শেষে পূর্নিমাও অস্তাচলে
কেউ কখনও কথা রাখেনা
সময়ের বড্ড আকাল আজকাল
তবুও যদি তোমার কখনও সময় হয়
একটি কবিতা পাঠিও।
কবিতার প্রতিটি শব্দ ছুঁয়ে না হয়
তোমার অবয়ব আঁকবো
কবিতার প্রতিটি শব্দের শ্বাশত উচ্চারণে
আবারও না হয় তুমি ফিরে আসবে
প্রেম কিংবা সত্য আন্দোলনের জোয়ার হয়ে।
যদি তোমার সময় হয় তবে
একটা কবিতা পাঠিও।
আজকাল আর ভালো লাগে না
প্রাণহীণ এই অসময়ে তুমি নেই
চারদিকে শুধু সহস্র ধূমকেতু
জ্বলে পুড়ে পালাচ্ছে, শুধু একা নয়
সঙ্গে নিচ্ছে বহু বহু নক্ষত্রকে
অসীমতা ছেড়ে
নক্ষত্ররাজি আজ ধূমকেতুর পিছুছুটে।
আমি খুব একা হয়ে পড়ছি,
আশেপাশের সব মৃতের পাশে বড্ড ভয় হয়
যদি তোমার সময় হয় তবে
একটা কবিতা পাঠিও
যার ছন্দে খুঁজে নিবো সময়কে
যে সময়ে মিশে আছে
তোমার আমার অস্থিমজ্জা আর
ধূলোজমা স্মৃতির পান্ডুলিপি
যেখানে মিশে একাকার, সব পূর্ণতা তোমার আমার।
প্রিয়, সময় পেলে
একটা কবিতা পাঠিও.....
২| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ২:১৮
শরত্ বলেছেন: কবিতা লিখতে ভুলে গেছি।কেমনে পাঠাই?
৩| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৮:০০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য এ আকুলতা ভালো লাগল। + +
আপাততঃ, এ ব্লগের কবিদের কবিতাই পাঠ করতে থাকুন!
৪| ০৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:১৯
ঝুমুর জারোফা বলেছেন: সুন্দর মনের ভাব ব্যাক্ত করেছেন কবিতার মধ্য দিয়ে। কবিতা অনেক সময় অনেক ঝড় এনে দিয়ে যায়।
৫| ০৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৪২
শরত্ বলেছেন: ভালো থেকো প্রিয় সবসময়।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০২১ রাত ১:৪১
সুদীপ কুমার বলেছেন: আচ্ছা,কোন একদিন কবিতা পাঠাবো।