![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
প্রয়োজনের অধিক কিছু হতে পারিনি কখনও কারো।
প্রয়োজন শেষে আমি, আমি বিহীন কেউ নহে।
হয়েছিলাম কখনও শঙ্খচিল
কখনও চোখের ভীষণ প্রিয় টিয়ে।
প্রয়োজন শেষে
আমি একাকি ভেসেছি বহুবার মেঘে।
আমি প্রয়োজন বলে তুমি হাত ধরেছিলে
ছেড়ে গেছো, তাও প্রয়োজনে
আমার ধারে ধারে বারবার এসেছিল
দাঁড়কাক হয়ে, তাও প্রয়োজনে।
২| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৩৫
জগতারন বলেছেন:
গেঁয়ো ভূত বলেছেন: তাই তো, আমরা সবার প্রয়োজনেই প্রিয়জন!
সহমত !
৩| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৪| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৭
সাগর কলা বলেছেন: - এইতো জীবন। সুন্দর হয়েছে ভাইয়া।
৫| ১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৩
শরত্ বলেছেন: কিছু কথা, কিছু স্মৃতি, কিছু মুহুর্ত যেন থেকেই যায়।
হয়তো সে গুলো সময়ের প্রোয়জনে, নয়তো জীবনের,,,,,,,,,,,,,,,,,,,,,,
প্রোয়জনে আমরা হাসি আবার প্রয়োজনই আমরা
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
গেঁয়ো ভূত বলেছেন: তাই তো, আমরা সবার প্রয়োজনেই প্রিয়জন!