![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
গনতন্ত্র
-----
লাশ নিবেন ভাই, লাশ
কিসের লাশ?
বিরোধীদলের লাশ।
না ভাই, ও লাশ বহুদিন ধরে খাচ্ছি,
মুখে অরুচি ধরে গেছে
এখন খেতে গেলেই বমি আসে পেট চিঁড়ে
অন্যকিছু দেখান, খাসা লাশ টাইপে।
সাধারণ জনগনের লাশ খাবেন?
খারাপ না। ভালোই চলছে দেশে
ভরপুর স্বাদে।
এটা ত প্রতিদিনেরই নাস্তা,
পথে ঘাটে উন্নয়নের নামে খুবই সস্তা
প্রতিক্ষণে চলছে এর হত্যা
ফ্লাইওভারের রড ভেঙে কিংবা দ্রব্যমূল্যে হয়ে চেপ্টা।
এর বাহিরে কিছু কি আছে?
আছে, আছে, বাপু আছে
দিতে হবে কথা, গোপন রাখিবে যথা
দামও একটু বেশি, পুলিশ, আনসার বলি কথা।
হাসালে ভাই, এইগুলো আর এমন কি?
পা চাটা জিনিস, খেয়েছি কয়েকটা
স্বাদ অত না, তবে অতটা খারাপও না।
তবে আর কি করিব বলো,
সরকারি দলের রইল শুধু বাকি?
খাবে নাকি কয়েকটি।
এটাও খেয়েছি।
মানুষ হবে?
অনেকদিন মানুষ খাইনি,
এদেশে এসে মানুষ খেতে পারি নি।
মানুষের কি যে স্বাদ, বলে বুঝাবো কি করে?
ভিয়েতনাম থেকে কসোভো,
ফিলিস্তিন থেকে আর্জেন্টিনা।
হায়, এদেশে তা নেই বাপু
সরকারিদল থেকে বিরোধীদল আছে
বুদ্ধিজীবী থেকে জনতা আছে
প্রশাসন থেকে পুলিশ আছে
আনসার, বিজিবি সবই আছে
নেই শুধু মানুষ,
এদেশে, মানুষের বড়ই অভাব আছে!
২| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৬
স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ
৩| ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬
সোনাগাজী বলেছেন:
কোন কিছু সঠিকভাবে প্রকাশ করতে পারেন না, বিশ্রী পরিবেশের সৃষ্টি করেন মাত্র।
৪| ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
বাকপ্রবাস বলেছেন: গাজী আংকেলকে বুঝাই দেব কবিতাটা, ওনার কাছে জল ঘোলা মনে হচ্ছে
৫| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৪
রানার ব্লগ বলেছেন: নিহত পুলিশের লাশের দাম কতো দিয়েছেন??! কিংবা শেষ রাত্রে বাসের সিটে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা শিশুর জলন্ত কয়লার দাম কতো ধরলেন? অসভ্য লোভ লালসার দায় এরা কেনো নেবে বা দেবে? মুরদ নাই তাই অন্যেদের লাশ বানাই। এটাই কি নিতী?
৬| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৩২
কামাল১৮ বলেছেন: বিএনপি আবার পিছিয়ে গেলো পনের বছর।এক বছর বিএনপি নেতাদের খুঁজেই পাওয়া যাবে না।তারা থাকবে দৌড়ের উপর।একেই বলে সুখে থাকলে ভূতে কিলায়।
৭| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখলে কবিতাটা খুব সুন্দর হতো।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৭
মিরোরডডল বলেছেন:
নেই শুধু মানুষ,
এদেশে, মানুষের বড়ই অভাব আছে!
একটু অন্যরকম লেখা, ভালো লেগেছে।