![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক
অভিশাপ এদেশের আগুন কে
যে আগুন পোড়ায় শুধু গরীরকে
পুড়িয়ে অঙ্গার করে বাস চালক থেকে শিশুকে
পুড়িয়ে ছাই করে,
ছাই করে বিলিয়ে দে, দোকানির সব স্বপ্নকে
লালশাড়ির নতুন যুবতীকে,
মায়ের কোলের ঘুমন্ত শিশুকে
অভিশাপ এদেশের আগুনকে
যে আগুন সিন্ডিকেটের গোডাউন পরিদর্শনে যায় না,
অভিশাপ তোমায়,
অভিশাপ তোমার তেজদীপ্ত লেলিন শিখাকে
যার শিখা কখনও স্পর্শ করেনি কারুকার্যময় ইন্টেরিয়র কে,
অটোবির ফার্নিচারকে, থাই টাইলস কে
মখমলের শাড়িকে।
অভিশাপ তোমায়,
তোমার পৌরুষত্বহীন উজ্জ্বলতাকে
যে আগুন চেনে না ধানমন্ডি থেকে বঙ্গভবনকে
(চলমান)
২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০
বিজন রয় বলেছেন: বাহ! অরেক দিন পর আপনার একটি জ্বালাময়ী কবিতা পড়লাম।
আরো কবিতা চাই নিয়মিত।
ভাল আছেন আশাকরি।
শুভকামনা রইল।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১
বিজন রয় বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
............ সাজ্জাদ ভাই আপনার কি হলো? আপনি সবার পোস্টে গিয়ে একই কথা বলছেন কেন?
বলুনতো কি আপনার অভিমত!
৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।