নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

শিক্ষকতায় নতুন গ্রুপের সংযোজন

১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:১২

শিক্ষকদের নতুন গ্রুপের আবির্ভাব হল..
আগে ছিল বিসিএস ক্যাডার (১১শ মার্ক পরীক্ষা ধারী)
এরপর এলো আত্তীকরণ সরকারি শিক্ষক (যারা কখনই বিসিএস পরীক্ষা দেয়নি)
নতুন যুক্ত হল.. এমসিকিউ বিসিএস ক্যাডার। ( ২০০ মার্ক পরীক্ষা ধারী)।
পদমর্যাদায় কে এগিয়ে তা নিয়ে নতুন এক ক্যাচাল শুরু হবে।

অথচ বিসিএস পরীক্ষার সবচেয়ে দুর্বল দিক, পরীক্ষাটি কখনই কে কত বিনয়, সহনশীল, অন্যের প্রতি সহমর্মিতা ও অপরের মতামত, অর্জনকে কে কত সাদরে গ্রহন করতে পারে তা পরিমাপ করতে না পারা।

অথচ বাংলাদেশের অধিকাংশ চাকুরির পরীক্ষাই হচ্ছে, বাদ দেয়ার প্রক্রিয়ার নামান্তর। অধিক পোস্ট নেই বলেই অনেকেই বাদ পড়ে।

বাঙালিরা কর্মক্ষেত্রে প্রবেশের আগেই অহংকারী হয়ে উঠে। আমাদের মন মগজে নির্ধারণ করে নিই, যে ২০০ মার্ক পরীক্ষা দিয়ে যে প্রবেশ করেছে সে আমার চেয়ে কম মেধাবী। আমিই সেরা।
আর যে পরীক্ষা দেয়নি(আত্তীকরণ), তাকে ত আমি সহকর্মী হিসেবে মেনেই নিইনি। কারণ তার বদলিই বন্ধ করে দিয়েছে।

প্রাইমারিরা ১০তম গ্রেড চাচ্ছে। অনেকে এটা মেনে নিতেই পারছে না। অথচ সরকার যখন নন ক্যাডার থেকে প্রধান শিক্ষক নিয়োগ দিতে চাইল কেউ হতে চায়নি। কারণ এটা তে টাকা নেই। অন্যদিকে সহকারী ভূমি ১৩ তম গ্রেডে বিসিএস(নন ক্যাডার) থেকে জয়েন করতে লাইন ধরে গেছে। অনেকে আফসোস পর্যন্ত করে। অবশ্য বাঙালিরা ইথিক্যালি খুবই দুর্বল প্রকৃতির হয়।

সরকার যদি আগামীকাল ঘোষনা দেয় প্রাইমারী সরকারিরা ৯ম গ্রেড পাবে। সাথে রেশন, টিপিন ভাতা ২০০, বিনোদন ভাতা ইত্যাদি পাবে, দেখবেন যারা এতদিন ১১শ মার্কের মেধাবী পদমর্যাদার বলে অন্যদেরকে গোনাই ধরতো না, তারাই বিসিএস ছেড়ে সব প্রাইমারিতে ঝাঁপিয়ে পড়বে।

মূল বিষয় টাকা আর অন্যকে ছোট নজরে দেখার প্রবণতা। পদমর্যাদা এসব ত বাহানা মাত্র।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৫ রাত ২:২০

জেনারেশন একাত্তর বলেছেন:



এরা বালছাল অনেক পরীক্ষা দিয়ে ও ঘুষ দিয়ে চাকুরী নেয়; এরা বালছাল কিছুই পড়ায় না।

২| ১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ গুলোতে এমনই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.