| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোহাগসইন
লিখতে পারি না তবু তাই কিছু লেখার চেষ্টা করে যাই ।
প্রকৃিতর রূপে লাবণে মনমুগ্ধকর নৈসগির্ক সৌন্দর্য বেষ্টিত পাহাড়ী এলাকার জামালপুর জেলার বকশিগন্জ উপজেলার গারো পাহাড় । আমাদের গারো পাহাড়ও নজর কেড়েছে দেশের ভ্রমণবিলাসী দর্শনার্থীদের । আমরা নতুন কিছু দেখার ও পাওয়ার আশায় উন্মুখ চিরকাল । আর তা যদি হয় হাতের কাছে তবে সব কিছু ভুলে ছুটে যাওয়ার তাগিদ মনকে তাড়া দেয় । এমনই এক জায়গা লাউচাপড়া । অবস্থান জামালপুর জেলাার বকশিগন্জ্ঞ উপজেলা সদর থেকে ১২ কি: মি: উওরে ভারতের মেঘালয় সীমান্ত ঘেষে সরকারি ৭ হাজার ৯৯ কর ৬২ শতাংশ জায়গা জুড়ে গারো পাহাড় । এছাড়াও আদিবাসিদের কাছ থেকে ক্রয়কৃত ব্যক্তি মালিকানাধীন কিছু বনভূমি ও পাহাড় রয়েছে । ধানুয়া কামালপুর ইউনিয়নের ডুমুরতলা ও লাউচাপড়া মৌজার পুরোটাই পাহাড় ও বনভূমি । কেন আসবেন প্রকৃতির উজাড় করা সৌর্ন্দযের মহিমায় উদ্ভাসিত গ্রামীণ জনপদে । পাথর আর বনরাজির অপূর্ব সম্মীলন আকর্ষণ করেছে প্রকৃতিপ্রেমী পর্যটকদের । অসংখ্য পর্যটক শীতের কুহেলিকা আর পাখির গানের টানে ছুটে আসেন এখানে । আর তাই শীত মৌসুমের অসংখ্য অতিথি পাখির পদভারে মুখরিত হয় এই নিভৃত অন্চ্ঞল ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১২ রাত ১১:৪০
মরে যওয়া স্বপ্ন বলেছেন: ভাই আমিও জামালপুরে...।
সতি্ত কথা......।