| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনায় সোহাগ
হাঁটছি তোমায় সঙ্গে নিয়ে কোন এক অজানা পথ পাড়ি দেব বলে, হঠাৎ দেখি নেই তুমি !!! তুমিহীনা এই আমি এখনও একাকী দাঁড়িয়ে সেই পথেরই ধারে। তোমায় হারিয়ে শুধুই মনে হয় জটিল তুমি,জটিলতায় আমি।।
নিকোটিনটাকে বিসর্জন দিয়ে,
তোমার চুলের সুবাস নেব।
সেই সুবাসের মাতাল হয়ে,
তোমার বাগিচার মালি হব।
অনুভবে ছুঁয়ে দেখ, ভালবাসি...
তোমায় কত...॥
২|
২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১০
সোনায় সোহাগ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৭
কানিজ রিনা বলেছেন: খুব ভাল লাগল, তাই যদি হত নার্গিস
প্রেম ফিরে ফিরে পেত, ধুমকেতু প্রেম
ময়ুরের পুচ্ছ মেলে দিত।