নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোধূলীর লগ্নে দাঁড়িয়ে একাকী আমি.....

সোনায় সোহাগ

হাঁটছি তোমায় সঙ্গে নিয়ে কোন এক অজানা পথ পাড়ি দেব বলে, হঠাৎ দেখি নেই তুমি !!! তুমিহীনা এই আমি এখনও একাকী দাঁড়িয়ে সেই পথেরই ধারে। তোমায় হারিয়ে শুধুই মনে হয় জটিল তুমি,জটিলতায় আমি।।

সোনায় সোহাগ › বিস্তারিত পোস্টঃ

ভাঙ্গাতরী

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৯

উদ্দেশ্য বিহীন মাঝি আমি, উদ্দেশ্য যে নেই,
তাই তো ছুটে চলেছি ভাঙ্গা তরীতেই।
দৈত্য দানব ঢেউয়ে তরী হচ্ছে কপোকাত,

আল্লাহ আল্লাহ জপি, জপি রাসুলের নাম,
শেষ রক্ষা হবে না বুঝি হবে না আর এবার।

ঢেউ ঢেউয়ে ছুড়ছে তরী বানের জলের টানে,
বৈঠা হাতে আমি মাঝি চেয়েছি আল্লার পানে,
রক্ষা কর আল্লাহ তুমি, রক্ষা কর এবার,
সেই রহমতে তরীখানি ভিরেছে সোনার পার।

ঘাটে কন্যা এলে নিতে কলসী ভরে জল,
ভাঙ্গা তরীর ঢেউয়ে কলসী হয়েছে অতল।

কন্যা তুমি এবারের মত করে দাও ক্ষমা,
ভবিষ্যতে কন্যা তোমার ভিজবে না তো জামা।
ক্ষমা কর কন্যা তুমি, ক্ষমা কর আমায়,
ভুবন জুড়ে থাকবে খ্যাতি এ ক্ষমা তোমায়।

‪‎‬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.