নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোধূলীর লগ্নে দাঁড়িয়ে একাকী আমি.....

সোনায় সোহাগ

হাঁটছি তোমায় সঙ্গে নিয়ে কোন এক অজানা পথ পাড়ি দেব বলে, হঠাৎ দেখি নেই তুমি !!! তুমিহীনা এই আমি এখনও একাকী দাঁড়িয়ে সেই পথেরই ধারে। তোমায় হারিয়ে শুধুই মনে হয় জটিল তুমি,জটিলতায় আমি।।

সোনায় সোহাগ › বিস্তারিত পোস্টঃ

তোমাকেই_চাই

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৯

- তোমার তুমিকে আমায় করে,
- বাসব ভাল জীবন ভরে,
- তোমার চোখের উঠোন জুড়ে,
- স্বপ্নরা আমার বসত করে।

- তোমাতে আমার আকাশ ছোঁয়া,
- স্বপ্নে দেখা সেই রাজকন্যা,
- রাজকন্যা তোমার হাতটি ধরে,
- এক জীবনের সকল দুঃখ ভুলে।

- দুঃখরা সব ছুটে পালায়,
- তোমারই একটুকু ছোঁয়ায়।

- বেঁচে থাকার অবলম্বন তুমি,
- উদ্দীপনার উৎকর্ষ তুমি,
- তুমিহীনা জীবন অসাড়।
- তাইতো আমায় তোমাকে চাই।

- তোমাকে চাই, তোমাকে চাই,
- প্রতিটা সেকেন্ডই তোমার মাঝেই চাই।

‪‎

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.