| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনায় সোহাগ
হাঁটছি তোমায় সঙ্গে নিয়ে কোন এক অজানা পথ পাড়ি দেব বলে, হঠাৎ দেখি নেই তুমি !!! তুমিহীনা এই আমি এখনও একাকী দাঁড়িয়ে সেই পথেরই ধারে। তোমায় হারিয়ে শুধুই মনে হয় জটিল তুমি,জটিলতায় আমি।।
- সকাল থেকে সন্ধ্যা অবধি করি তোমার সেবা,
- তখন তোমরা সবাই বল করছি মহৎ পেশা,
- সাদা টুপি, সাদা এ্যাপরোনে লাগছে বল বেশ,
- এই পোষাকে বিশ্বজয়ী Florence_Nightingale.
- মানবতার প্রেম-পূজাতে কাটছে জীবনভর,
- তাতেই নাকি শ্রেষ্ঠ ধর্ম বলেছেন ঈশ্বর।
- হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ ইসলাম নাইকো ভেদাভেদ,
- তোমরা সকল আমার আপন এটাই জানি বেশ।
- মানব সেবার আরেক সৈনিক মাদার_তেরেসা,
- সারা জীবন পরের তরে বিলিয়েছেন আপন যা।
- যুদ্ধাহত সৈনিকদের তরে দিয়ে গেছেন সেবা,
- তাতেই তোমরা খেলছ আবার, রনক্ষেত্রের দাবা।
- আমি ও তো তাদের আর্দশে চলছি জীবনভর,
- সেবা শ্রুশ্ষুতা দিয়ে তোমাদের করছি নিরাময়।
- ভালবাসার মানবতায় দিয়েছ এমন প্রতিদান,
- যে প্রতিদানে লজ্জিত আমি, লজ্জিত বিশ্ব ব্রহ্মান্ড !!
- কাপেঁনি তোমার হাত চালাতে, ভালবাসার বুকে,
- যে ভালবাসা দিয়ে ছিলাম তোমাদেরই তরে।
- চলেছে বুলেট, দিয়েছ লাথি নিথর এই দেহে,
- আঘাতের উপর, আঘাত করেছো, অন্তঃসত্বা পেটে।
- কাঁপেনি বুক, কাপাঁয়নি তোমায়, করলে কেমন করে !!
- তুমি কি কখনও ছিলে না, কোন মায়ের পেটে।
- ধিক্কার তোমায়, ধিক্কার জানাই এনেছে যে উদর,
- সেই উদরটা ছিলনা মানবের, ছিল বুঝি কোন ভোদর।
- মানবের তরে, মানব সেবা করে যাব জীবনভর,
- তাতেই তো জন্ম আমার জীবন হবে সার্থকময়।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৪
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ভালোই