নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোধূলীর লগ্নে দাঁড়িয়ে একাকী আমি.....

সোনায় সোহাগ

হাঁটছি তোমায় সঙ্গে নিয়ে কোন এক অজানা পথ পাড়ি দেব বলে, হঠাৎ দেখি নেই তুমি !!! তুমিহীনা এই আমি এখনও একাকী দাঁড়িয়ে সেই পথেরই ধারে। তোমায় হারিয়ে শুধুই মনে হয় জটিল তুমি,জটিলতায় আমি।।

সোনায় সোহাগ › বিস্তারিত পোস্টঃ

সুখ‬

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৯

- অনেক অপেক্ষায়, আছি প্রতীক্ষায়,
- রয়েছি চেয়ে সেই, খোদারই ভরসায়।
- যার রহমতে আছি মোরা সবাই,
- জীবন সাগরের ভাসছি বোঝাই।

- সুখের বিড়ম্বনায়, জীবন দুঃখের ঝালাই,
- স্বার্থের টানের নেশায়, মোরা হইছি কসাই।
- হিতাহিত জ্ঞান হারিয়ে করছি লড়াই,
- মানবতার নামে মানবকেই চাপড়ায়।

- বৈধতার মাঝেই অবৈধের পাহাড়,
- বাড়ী, গাড়ি আছ করে, করছো বড়াই।
- স্ত্রী, পুত্র, কন্যাদের দিয়েছো বোঝাই,
- সেই সম্পদের তারা, করছে মাড়াই।

- এতকিছু করছো সুখের নেশায়,
- সুখতো বেচারা তোমায় কাঁদায়।
- দুঃখের বোঝায় খুজিয়াছো সুখ,
- কেউ তো জানে না সুখ কতদূর !!

- সুখ যদি পেতে চাও, তুমি আরো কাছে,
- মানব সেবাই তুমি নিয়োজিত থেকে।
- পাহাড় সম্পদে নাইকো কোন সুখ,
- সেই সুখেরাই বাস করে, কুড়ে ঘর বাবুই।

- এত অর্জন, এত কিছু, করছো বিঁভুই,
- মরনের পরে তোমার যাবে না কিছুই,
- ভাল মন্দ হিসেবে যখন ডাকবে তোমায়,
- নিঃষ্ফল চাহনি ছাড়া, কি থাকিবে বা আর !!

- এত সম্পদ, বাড়ী গাড়ী রয়েছে অসুখ,
- সৎপথে অল্পতে আছে যে সকল সুখ।
- পরকালের চিন্তায় মোরা করি জীবনভর,
- তাতেই জীবন তোমার হবে যে উজ্জ্বল।

- সৎভাবে থেকে তুমি গড়িয়ো জীবন,
- মরনে তোমার, তখন কাঁদিবে ভুবন।

‪‎

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৪

ফয়েজ উল্লাহ্‌ রবি বলেছেন: বেশ ভাল শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.