| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনায় সোহাগ
হাঁটছি তোমায় সঙ্গে নিয়ে কোন এক অজানা পথ পাড়ি দেব বলে, হঠাৎ দেখি নেই তুমি !!! তুমিহীনা এই আমি এখনও একাকী দাঁড়িয়ে সেই পথেরই ধারে। তোমায় হারিয়ে শুধুই মনে হয় জটিল তুমি,জটিলতায় আমি।।
ভালবেসেছো বলেই, তাইতো ভালবেসেছি,
চোখেতে চোখ রাখবো বলে কথা দিয়েছি।
হাতটি ধরে থাকবে বলে, জীবন সঁপেছি,
বিশ্বাসের সবটুকু থেকেই, তোমায় চেয়েছি।
স্বার্থের বাইরে এসে, তোমাতে আপন ভেবেছি,
তাইতো জীবনের স্বপ্নগুলোই তোমায় ঘিরেছি।
তোমায় বিভোর হয়ে, তোমাতেই ডুবেছি।
ডুবের মাঝে হরেক রঙ্গের স্বপ্ন দেখেছি।
লাল,নীল,হলুদ,সবুজে স্বপ্নে, তোমায় পেয়েছি,
নীল শাড়িতে, লাল টিপে তোমায় ভেবেছি,
মনে হল স্বর্গ থেকে আসা কোন পরীকে দেখেছি।
ডানা নেই, পালক নেই, তুমিই আমার পরী,
তুমি আমার খোদার দেয়া সর্বশ্রেষ্ট নারী।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ বার তবে আঙ্গুর খান।