নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি শহরকে ঘিরে আমাদের জীবন-যাপন। ঘুম, ধুলোবালি, প্যারাসিটামল, ইট-পাথর, বুলড্রেজার, ভূঁ ভুঁ প্যা প্যা হুইসেল, জ্যাম, গাড়ির শব্দ, কাকের পায়খানা, চা-বিড়ি-সিগারেট, গোসল, দুপুর, ভাতঘুম, আড্ডাবাজী... আমাদের জীবন মোটামুটি এরকমই। এতকিছুর মধ্যে ব্যক্তিগত জানালাটা খুলে রাখাটাই একটা আপদ। নিজের মধ্যে নিজেকে জাগিয়ে রাখাটা আরেকটা আপদ। এইসমস্ত ঘটনাবলীর পরও একদল যুবক, যারা এই ভাতঘুমের রাজ্যেও জেগে আছেন। জেগে থাকেন। জানালাটা সব সময় খোলা রাখেন। সেই জানালা দিয়ে ঢুকে পড়ে পৃথিবীর নিমগ্ন অঞ্চলের সমস্ত সুবাতাস। তাদের চোখ এড়ায় না, যখন...
একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে
ফেলে যাওয়া আনমনা শীষ, এই শহরের সব রাস্তায়
ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়॥
সে অনেককাল আগের কথা। বুয়েটের কয়েকটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চারুকলা, টিএসসি, বুয়েট এলাকায় বিভিন্ন জায়গায় কখনো টেবিল চাপড়ে, কখনো শিস বাজিয়ে, কখনো তুড়ি বাজিয়ে গান করে। সেসব গানের কোন শিরোনাম নেই, সেইসব গানের শ্রোতাদেরও কোন শিরোনাম নেই। একইসাথে শিরোনাম নেই সেই যুবকগুলিরও গ্রুপটিরও, যারা নিজেরাই গান লিখে সুর দিয়ে অকাতরে মুগ্ধ করে যাচ্ছিল বন্ধু-বান্ধব, প্রেমিকা কিংবা কখনো কখনো উটকো জমে যাওয়া রাস্তার অচেনা মানুষজন। এদের সঙ্গী হয় একটা শুরুর আরো অনেক পরে। তখন তাদের গান, গানের স্টাইল ছিল একদমই ভিন্ন রকমের। আজকের সঙ্গে যার কোনোই মিল নেই। ১৯৯৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় শিরোনামহীন। আর ২০০০ সালে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম জাহাজী। এইসময়ের লাইন আপটা এরকমঃ তান্ যীর তুহিন (কন্ঠ), জিয়াউর রহমান (বেস, পারকিউশান, মিডি সিকোয়েন্স), জুয়েল ইসলাম (গীটার, হারমোনিকা), ফারহান করিম (কন্ঠ, সরোদ, দোতারা), তুষার (গীটার) ও কাজী আহমেদ শাফিন (ড্রামস)।
শুরু থেকেই মৌলিক কাজ করার অনুপ্রেরনা ছিলো তাদের কেউই সংগীত পেশাজীবি নন। তাই গান নিয়ে, কম্পোজিশন নিয়ে এক্সপেরিমেন্টের সুযোগ তারা হাতছাড়া করতে চাননি। তাই লিরিকে এসেছে ছন্দের পিঠে শব্দ, ধ্বনি আর উপমার বেপরোয়া ব্যবহার। সেসব গান শুনে কেউ বললো, এসবের মানে হয় না। শুনে তারা নিশ্চুপ! কেউ বললো, চলতে পারে। তবুও তারা নিশ্চুপ। কেউ বললো, ওহ! পাবলিক যা খাবে না। এবারও তারা নিশ্চুপ। শিরোনামহীনের যা বলার, তা তারা তাদের গানেই বলেছে।
ব্যান্ডের সদস্যদের প্রায় সবার জন্ম শহরে। বেড়ে ওঠা ইট-কাঠের এই জঙ্গলে। শিরোনামহীনের গানগুলোও তাই শহুরে। তাদের গানে উঠে এসেছে শহরের কথা। 'রাস্তা মানেই অবারিত নদী'। কিংবা 'হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তায়, অনেক অজানা ভীড়ে স্বচ্ছ নীরবতায়'।
অথবা নিজেদের স্বপ্ন 'এখনই সময়, পাড়ি দিতে হবে দিগন্ত, কতদুর যেতে হবে'। ২০০৪ সালে বাজারে আসে শিরোনামহীনের প্রথম অ্যালবাম জাহাজি। এরপর ২০০৬ সালে দ্বিতীয় এ্যালবাম ইচ্ছেঘুড়ি। ২০০৯ এ তৃতীয় এ্যালবাম বন্ধ জানালা। একই ভাবে গানে এসেছে শহুরে জীবনের কথা, ল্যাম্পপোস্টের কথা, অবরুদ্ধ আবেগের কথা। যে কথা মহীনের ঘোড়াগুলির পর আর কেউ বলেনি। আর আমাদের এখানে তারাই প্রথম।
শিরোনামহীন রবীন্দ্রনাথের গান নিয়ে পুরো একটি অ্যালবাম করে ২০১০ এ। ভোকাল তুহিন তিন বছর বয়স থেকে রবীন্দ্রসংগীত শিখেছেন। পরবর্তী সময়ে শিখেছেন নজরুল, উচ্চাঙ্গ । কিন্তু রবীন্দ্রনাথের গানের প্রতি আলাদা একটা টান অনুভব করতেন সবসময়। সেখান থেকেই তার অনেক দিনের শখ রবীন্দ্রসংগীতের অ্যালবাম করার। ব্যান্ডের বাইরে যেহেতু তিনি আর গান করেন না, তাই ব্যান্ডের সবার সঙ্গে চিন্তাটা ভাগাভাগি করার ফলে সবাই রাজি হয়ে গেল। সেই এ্যালবামটিও খুবই প্রসংসিত হয়েছে রবীন্দ্রসংগীত বোদ্ধা থেকে শুরু শিরোনামহীনের নিজস্ব শ্রোতা, সবার কাছে। আর এ বছরই আসছে তাদের সেলফ টাইটেলড অ্যালবাম 'শিরোনামহীন'।
একটি ভালো গান বলতে তারা বোঝেন, একটি ভালো লিরিক এবং মিউজিকের ভালো মিশ্রণ। আর মিউজিকের ক্ষেত্রে তাদেরকে সব সময় দেখা যায় একুয়েস্টিক ও ইলেকট্রিক মিউজিকের সমন্বয়কে বেশি প্রাধান্য দিতে। শিরোনামহীন আরো মনে করে, তারা সারা জীবনে যদি একটি গানও মানুষের মুখে দিয়ে যেতে পারে তবেই তারা সার্থক।
বর্তমান লাইন আপঃ
দিয়াত (ব্যাঞ্জো, গিটার)
জিয়া (বেজ)
তুহিন (ভোকাল)
সাফিন (ড্রামস)
রাজিব (কি-বোর্ড)
তুষার (গিটার)
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: জানলেন বলে ধন্য হলাম।
২| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
শায়মা বলেছেন: অনেক ভালো লাগলো তোমাকে দেখে ভাইয়া।
আর অনেক কিছু জানাও হলো।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: শায়মা আপু, আমাকে নিয়ে অনেকের অনেক অভিযোগ আমি ব্লগে আসি না বা ব্লগ লিখি না। এটা কিন্তু ঠিক না। তোমাদের অনেকের ব্লগে বেশ কিছুদিন যাওয়া হয়নি ঠিক। কিন্তু পোস্ট ঠিকই দিয়েছি। মানথ ওয়াইজ হিস্ট্রি দেখলেই বুঝতে পারবা। তোমরা আসো নাই বলে চোখে পড়ে নাই সেসব অর্থহীন পোস্ট
আমি ছিলাম আমি আছি আমি থাকবো।
উত্তরটা একটু বড়, তাই দিতেও দেরী হলো। এজন্য দুঃখিত।
অনেক অনেক ভালো থেকো।...
৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
রেজোওয়ানা বলেছেন: শিরোনামহীনের চরম ফ্যান আমি!
পোস্টে ডাবল প্লাস....।
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: আপু শিরোনামহীনের আঠারো বছর হলো
৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: শিরোনামহীন রকস!
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: শিরোনামহীন রকস!
৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক পাখি বসে আছে শহুরে দেয়ালে
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: একই ভাবে গানে এসেছে শহুরে জীবনের কথা, ল্যাম্পপোস্টের কথা, অবরুদ্ধ আবেগের কথা।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অজস্র ধন্যবাদ, পড়ার জন্য।
৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
দানবিক রাক্ষস বলেছেন: +++
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অজস্র ধন্যবাদ, পড়ার জন্য।
৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
টুম্পা মনি বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: কিছু বলেন ... শুনি!
৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
রিওমারে বলেছেন: এইসব শিল্পী নামের অপদার্থদের গান শুনলে গানের প্রতি বিরক্তি জন্মায়।।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: তা মহাত্মন! কি পদার্থ আপনি শোনেন জানালে কৃতার্থ হই।
জাতি ও একটা দিক-নির্দেশনা পায়।
১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
নোমান নমি বলেছেন: শিরোনামহীনের প্রচন্ড ভক্ত আমি! আমার শহর,আচরন, চা দোকানের হট্টগোল কিংবা গুছিয়ে রাখা আবেগের কথা টানা সুরে শিরোনামহীন বলে দেয়। সাথে আছে তুহিনের ভাঙ্গা গলার মাদকতা। আর কি চাই।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: এই লিরিক আমাদের দেশে এই প্রথম, নিঃসন্দেহে। আর তুহিনকে খুঁজে বের করার কৃতিত্বটাও জিয়া ভাইয়ের। পুরা ব্যাপারটা খুবই অদ্ভুত! সব মিলিয়ে শিরোনামহীন রকস....
১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
ঝটিকা বলেছেন: ক্যাম্পাস লাইফ যারা পায়, তাদের চোখ দিয়ে শহরটাকে, জীবনটাকে, চারপাশের সব কিছুকে যেমন দেখায় তাই শিরনামহীনদের গানের মুল কথা। ভালো লাগে খুব।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: পুরা ব্যাপারটা খুবই অদ্ভুত... সুন্দর।
১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
দাদুভাই বলেছেন: নামের কাহিনিটা আগে জানতাম, আজ ভালো ভাবে জানলাম
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: দাদুভাই... আহা...
অজস্র ধন্যবাদ, পড়ার জন্য।
১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
অপার্থিব ক্রিয়েশন বলেছেন: এদের গানের চরম ভক্ত আমি।এই কারণে এদের গান আমার কাছে শুধুই হতাশার ছবি।ইট কাঠের জঙ্গলে ভরা ক্যাম্পাস লাইফটা আমি নিজের ভুলে মিস করে ফেলছি
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: বিরাট মিস করেছেন ভাই।
সমব্যথী
১৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৩
আশিক মাসুম বলেছেন: আমার অনেক প্রিয় একটা দল । সেয়ার করার জন্য আপনাকে ধইন্যা
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অজস্র ধন্যবাদ, পড়ার জন্য।
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগলো-
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অনেক ধন্যবাদ।
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
সুপান্থ সুরাহী বলেছেন:
শিরোনামহীন সবসময়ই ছিল আমার শিরোনামে...
যখন একদম মিউজিক্যাল গান শোনা আমার নিষিদ্ধ ছিল তখনও শিরোনামহীনের গান শুনতাম মাদ্রাসা থেকে বন্ধুর বাসায় গিয়ে...
জয়তু শিরোনামহীন...
ধন্যবাদ...সুমন ভাই...
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২
শহিদুল ইসলাম বলেছেন: শিরোনামহীন !
পরিচয় গানটা প্রতিদিন শুনি , আট কুঠোরি নয় দরজা ...
তুহিন বস ! জিয়া ভাই আহ !!
চমৎকার লেখা কবি !
১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
কাউসার রুশো বলেছেন: এক জায়গায় লিখেছেন প্রথম অ্যালবাম জাহাজী প্রকাশিত হয় ২০০০ সালে আরেক জায়গায় ২০০৪ সালে। ঠিক করে দিন।
প্রিয় ব্যান্ড নিয়ে দারুন পোস্ট
+++
আছেন কেমন?
ইদানিং মিউজিক নিয়ে পোস্ট দিচ্ছেন বেশি। । ভালো লাগছে লেখাগুলো
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
জীবন্মৃত০১ বলেছেন: জানলুম।