নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাইজু একদা চীনে গিয়ে জেনগুরু বাসো'র সাথে দেখা করলেন। বাসো জিজ্ঞেস করলেন, "তুমি কী খুঁজছ?"
"আলোকিত অন্তরলোক" দাইজু বললেন।
"তোমার নিজেরই 'ধনভান্ডার' আছে। তুমি বাইরে বাইরে কী খোঁজ?"
দাইজু জানতে চাইলেন, "কোথায় আমার 'ধনভাণ্ডার' ?"
বাসো উত্তর দিলেন " তুমি যা জানতে চাইছ, সেটার তোমার 'ধনভাণ্ডার'।
দাইজু তৎক্ষণাৎ বোধি* লাভ করলেন।
অতঃপর দাইজুকে তার বন্ধুসমাজে বলতে শোনা যেতঃ "নিজের 'ধনভান্ডার'টি খোল এবং 'আপন ধন' কাজে লাগাও।"
* নির্বাণ
[গ্যাব্রিয়েল সুমন অনূদিত]
মূল: হান্ড্রেড এ্যান্ড ওয়ান জেন স্টোরিজ
২| ২৯ শে মে, ২০১৪ রাত ২:২৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: বিন্দুতে সিন্ধু।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৯
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর।
অল্পতে বিশাল !!!!!!!!!!!!!