নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজপাঁচালি

সাধ না মিটিল আশা না ফুরিল

সহজপাঁচালি

চলার বলার শেষে আবার ডাকে ধুলোবালিকবে নাগাদ শেষ হবে এ পথের পাঁচালি

সহজপাঁচালি › বিস্তারিত পোস্টঃ

মা তোমার এই মেসে থাকা ছেলেটা কেমন আছে জানো............ (আমার এক বন্ধুর মনের আংশিক কথাবার্তা)

২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৩৭

মা তোমার এই ছেলেটা মেসে থাকে

পুরাতন ঢাকার স্যাতস্যাতে একটা গলিতে

(তোমাকে কোনদিন নিয়ে আসবো না.........

দরকার হলে চুরি করে অন্য কোন বাসায় নিয়ে যাব)



পড়াশুনা মা.....পড়াশুনা........

আমি ঢাকায় পড়াশুনা করি মা.......পড়াশুনা করি.....



তুমি কী স্বপ্ন দ্যাখো মা.......আমাকে নিয়ে??



দেখোনা মা....দেখোনা

তুমি জানো না ......... এটা স্বপ্ন দেখার নয়....স্বপ্ন ভাঙার সময়

তোমাকে বহুদিন স্বপ্ন দেখে ........... বড্ড ভয় পেয়েছি মা.......

তোমাকে আমি কী দেব মা.....যখন আমার পড়াশুনা শেষ হবে.......কী দেব

চাকরী!!!..........তুমি আর স্বপ্ন দেখো না মা......দোহাই তোমার



তোমার ছবিটা হারিয়ে ফেলেছি

আরেকটা চাইলে তুমি মন খারাপ করবে নাতো....



তোমার কাছে যখন থাকতাম তখন তোমার কোলে মুখ লুকালেই সব দু:খ ভুলে যেতাম..........তুমি জানতে মা?



আর এখন...... দু:খ পেলে টয়লেটে গিয়ে ফুপিয়ে কান্না করে আসি (কারো কানে যেন না যায়........খুব সাবধানে ডুকরে কাদি মা....তুমি জানো?)



অসুখ করলে তুমি কখন যে সারিয়ে তুলতে .......... কেনো তুলতে মা....

তখন থেকেই কেন প্রাকটিস করালে না এরকমভাবে একা বিছানায় পড়ে থাকতে.............

জ্বর হলে নিজের মাথায় নিজেই পানি ঢালা যায় ........... এমনটা তো কোনদিন ভাবিনি মা............তুমি কেন ভাবতে দিলে না?

তুমি আমায় কিচ্ছু শেখালে না মা





আমি টিউশানি করি মা .........জানো......

টিউশানি মানে কী জানো মা.........চাকর...মা....চাকর....

অন্যের ছেলেকে পড়াই .........

ওরা বুঝে ফেলে আমার টাকার অভাব...........................তাই যাচ্ছেতাই ব্যবহার মা....মা তোমাকে বলতে পারিনা........বলবো না





মা.......তোমাকে আরো অনেককিছু বলিনি

বলতে পারবো না..........





একটি মেয়েকে ভাল লেগেছিল..........

গত জুন মাসে ওর বিয়ে হয়ে গেছে..............

আমি জানি না আমার টাকা নেই বলেই কি বিয়ের আগে আমাকে একবারো জানানো প্রয়োজন হলো না........

তুমিও তো মেয়ে মা..........তুমিই বল আমার কি করা উচিত ছিল যখন বিয়ের পর এই মেয়েটা আমাকে বলেছিল "সবাই সবকিছু পায় না, চাইতেও নেই"

মা আমার কি করা উচিত ছিল?.........আমি মা থাপ্পর মেরেছিলাম......

মেয়েটা কেদে চলে গিয়েছিল (ভেবেছিলাম হয়তো ভেতরে ভেতরে কোন কঠিন সত্য থাকতে পারে যা আমি জানি নি)...........মা তবুও আমি ভেবেছিলাম.....আমার ভালবাসা সত্যি ছিল

...................

মা তোমার ছেলেটা বড্ড অভাগা

ওই মেয়েটা মা তোমার ছেলেকে গুন্ডা দিয়ে মারিয়েছে......আমি বড্ড দুর্বল মা.........তোমার ছেলেটা মা মেসে থাকে

একটা অন্ধকার মেসে.....মানুষ সুযোগ পেলেই তাকে পিস্ট করে মারে







(তবুও অসমাপ্ত রয়ে গেল।

আমি কী করবো । আমার বন্ধুর জন্য আমি কিছুই করতে পারিনি। বড্ড ভালো আর বোকা আমার বন্ধুটা।)

মন্তব্য ৩৩ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৪২

এক্স বলেছেন: হায়রে দুনিয়া.... রিডিফাইন দা রিলেশনস. গিভ দা মাইন্ড ওয়ান গুড রিজন টু লিভ ফর.

২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৪৯

সহজপাঁচালি বলেছেন: লেট মি লাভ
লেট মি লাভ

২| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৪৫

হতাস৮৮ বলেছেন: ভাই আর লিইখেন না কষ্ট লাগে...........................

২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৫০

সহজপাঁচালি বলেছেন: না আর লিখবো না
আমার বন্ধুটা আমাকে প্রায়ই বলে কথাগুলো
যেন ভুলে না যাই কখনো তাই লিখলাম

৩| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৪৫

রণক্লান্ত বলেছেন: ছাত্র রাজনীতি করা কুত্তাগুলানরে লেখাটা পড়ান। যদি কাজে দেয়। বাড়ীতে বাপ হাল চাষ করে, মা ডিমটা কলাটা মূলোটা বেচে সন্তানের লেখাপড়ার খরচ যোগায় আর এরা কুত্তার মতো লকলকে জিহ্বা বের করে নেতাদের পদলেহনে ব্যস্ত থাকে। হায়রে আফসোস্...।

২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৫৬

সহজপাঁচালি বলেছেন: ভার্সিটিতে তো প্রেসিডেন্ট গ্রুপ আর সেক্রেটারি গ্রুপের মনে হয় রাজত্ব
আবার মাঝে মাঝে নিজেরাই লাগে

কাউন্সিল হইলে নাকি এরাও মাইর খাইবো
কিন্তু মারবো তো আবার আরেক চামচারা

ওই কুত্তাগুলার মুখে আমারো কয়েকটা দিতে ইচ্ছা করে
কাউন্সিলের পরে যদি সুযোগ হয় ........... দিমু নাকি......

৪| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৪৭

নাফ বলেছেন: k vai uni ??

২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৫২

সহজপাঁচালি বলেছেন: ব্লগারদের কারো চেনার কথা নয়
ওর মেসে ইন্টারনেট নেই
মাঝে মাঝে আমার বাসায় আসে...

৫| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৫৬

মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: প্রতিটা মানুষের ভেতরটা সত্যিই বুঝি এক রকম..:( +

২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৫৯

সহজপাঁচালি বলেছেন: আমি ভেবেছিলাম আর কারো সাথে মিলবে না ওর লাইফটা

আমরা কি দু:খী হয়ে যাচ্ছি?

৬| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৫৯

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: :(:(:(

২৩ শে জুলাই, ২০১০ রাত ২:০১

সহজপাঁচালি বলেছেন: আমার কম্পিউটারে ইমোটিকন দিলে ভুল দেখায়
আমি যে দিতে পারি না

৭| ২৩ শে জুলাই, ২০১০ রাত ২:০২

ফেরারী... বলেছেন: রণক্লান্ত কে + সাথে লেখক কেও

মেসে থাকতে কতকাল যে না খেয়ে থেকেছি...কত রাত ডিম দিয়ে পাউরুটি ভেজে খেয়েছি তার ইয়ত্তা নেই...তবে আশার কথা কষ্টের দিন একদিন ফুরোবেই...কষ্টের দিন ফুরায় ...

ভালো থাকবেন ।

২৩ শে জুলাই, ২০১০ রাত ২:০৭

সহজপাঁচালি বলেছেন:
কী জানি

সজীব (আমার বন্ধু) বলে সামনে আরো কষ্টের দিন অপেক্ষা করছে
জানেন ও যখন কাদে তখন বলে........পুরুষের কান্না ওর সহ্য হয় না ........... তাই মাঝে মাঝে খুব বেশি ভেঙ্গে পড়ে....নিজেকে খুব অপদার্থ মনে করে

৮| ২৩ শে জুলাই, ২০১০ রাত ২:১৬

তন্দ্রাহারা বলেছেন: খুব খারাপ হয়ে গেল মনটা। আমার একমাত্র ছোট ভাই ঢাকার একটা মেসে থাকে, যদিওবা ওর থাকার জায়গাটা এত খারাপ না, তার পরেও কষ্ট গুলো এমনই হয়ত। ও যখন অসুস্থ থাকে, তখন মা কে এভাবেই মনে করে, ওর যখন ঘরে খাবার না থাকে তখন তার মনে পড়ে তার মা তাকে খাবার মুখে তুলে দিতেন। কেনো প্রিয়জনদের নিয়ে একসাথে থাকা যা্য় না? এটা কেমন নিয়ম?

২৩ শে জুলাই, ২০১০ রাত ৩:২০

সহজপাঁচালি বলেছেন: হ্যা। ঢাকায় কোন কোন জায়গায় ভালোই মেস পাওয়া যায়

কিন্তু পুরাতন ঢাকার এই ঘিঞ্জি জায়গায় বাধ্য না হলে কেউ মেস করে থাকতো না হয়তো (তবে দু'একটা যে ভালো নেই তা নয়)

আসলে শুধু থাকার জায়গা কেন
সবকিছুতেই খুব সমস্যা হয় শুনেছি

৯| ২৩ শে জুলাই, ২০১০ রাত ২:৩০

মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: আমি আপনার বন্ধু(!) সজীবের জন্ম মাস জুন এ হলে আমার তরফ থেকে একটা চিমটি দিয়েন। you can tell him to contatct with me .. I will give some tips to over come sitution.... tell him to send a text to my mobile number ..

২৩ শে জুলাই, ২০১০ রাত ২:৫৯

সহজপাঁচালি বলেছেন:
সজীবের জন্ম মাস ডিসেম্বর

ওর সাথে যোগাযোগের আগ্র্রহ দেখিয়েছেন তাই অনেক ধন্যবাদ আপনাকে...

তবে আমি দেখেছি ওর সবট জুরে থাকে ওর মা
যে মেয়েটাকে ভালবাসতো ওর কথা প্রায়ই বলতো
তবে সবকিছু খুলে বলতো না

অসুখ করলে তো একটা খবর দিবে......তাও দিতো না

একা একা থাকতে চাইতো খুব

যখন গ্রামের বাড়ি (গাইবান্ধা) চলে যায় তখন অটোমেটিক ভালো থাকে

তবে সবাই কি ভেবে নিচ্ছেন ওর সারা বছরই খারাপ যাবে
তা কিন্তু না
আমার সাথে প্রায়ই খুব মজা হয়। ঘুরতেও যাই

আমি শুধু কিছু দু:খের সময়ের কথা একসাথে করে বলেছি
এখন অনেককিছু শেয়ার হয়
তবে যখন দু:খগুলো আমার সামনে বসে মনে করে.....আমি তখন বোবা হয়ে যাই........

১০| ২৩ শে জুলাই, ২০১০ রাত ২:৪৫

মুরাদ-ইচছামানুষ বলেছেন: কিছু বলার পাচ্ছি না।অত্যন্ত ভাল হয়েছে আপনার লেখা।আপনার বন্ধুর মত আরো কত সজীবের জীবন আজ এরকম নির্জ়ীব।তবুও আশা করি সব ঠিক হয়ে যাক।

২৩ শে জুলাই, ২০১০ রাত ৩:০৩

সহজপাঁচালি বলেছেন: সজীব যদি জানতে পারে এত লোক ওর ঘটনা জেনে এত মন্তব্য করেছে...........ও বোধহয় কেদে ফেলবে

সজীবদের জীবন আসলে অনেকের......আমি আজ খুব বুঝলাম

সজীবকে কালকেই দেখাবো ব্লগটা

দোয়া করবেন সবাই

১১| ২৩ শে জুলাই, ২০১০ রাত ২:৫৫

নিমা বলেছেন: ভাষায় প্রকাশ করতে পারবোনা ..অনেক সুন্দর লিখেছেন

২৩ শে জুলাই, ২০১০ রাত ৩:০৬

সহজপাঁচালি বলেছেন: লিখার সময় মনে হচ্ছিল অনেক অগোছালো লিখলাম
অনেক ধন্যবাদ আপনাকে

১২| ২৩ শে জুলাই, ২০১০ রাত ৩:২৬

ভালো মেয়ে বলেছেন: দুনিয়াটা অনেক কঠিন...এখানে অনেক কষ্ট করতে হয়...কিন্তু কষ্টের পরই সুখ আসে...এই আশা নিয়েই দিন যায় সবার...

ভালো লিখেছেন...+++

২৩ শে জুলাই, ২০১০ রাত ৩:৪১

সহজপাঁচালি বলেছেন:
দুনিয়াটা কি আরেকটু সহজ হতে পারতো না
এই ধরুন সরকার যদি ভাল হত
যদি ঠিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে অন্তত পড়াশুনায় থাকাকালীন চাকরীর অনিশ্চয়তা একটু কমবে

আপনাকে ধন্যবাদ

১৩| ২৩ শে জুলাই, ২০১০ ভোর ৪:০৮

ইসরা০০৭ বলেছেন: আপনার বন্ধুর জন্য খুব খুব খুব কস্ট হচ্ছে দুনিয়াটা অনেক কঠিন...এখানে অনেক কষ্ট করতে হয়...কিন্তু কষ্টের পরই সুখ আসে...এই আশা নিয়েই দিন যায় সবার...

আপনার বন্ধুর ও শিগরই সুখ আসবে এই প্রতাশায়।

ভালো থাকবেন।

২৩ শে জুলাই, ২০১০ ভোর ৫:৪৭

সহজপাঁচালি বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা

ভালো থাকবেন

১৪| ২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০৩

আমিও মানুষ বলেছেন: আপনার বন্ধুর জন্য শুভ কামানা রইলো। অপেক্ষা করুন শুভ দিন আসছে---খুব শীঘ্রই। মা-বাবাকে ভুল বুঝবেন না, দেখবেন সব কিছু্ই সহজ হয়ে যাবে-যাবেই।

২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:১০

সহজপাঁচালি বলেছেন: না না
ভুল বোঝার কিছু হয় নি

মায়ের ছবি হারিয়ে বহু খোজাখুজি করলো
তারপর না পেয়ে খুব কষ্ট পেল

ওর মা ছবি তুলতে চায় না (ধর্মীয় বাঁধা নিষেধ আছে বলে মনে করেন তিনি)
কি একটা প্রয়োজনে সেই ছবিটা তুলেছিলেন
ওটা মূলত মাকে না বলেই ও নিয়ে এসেছিল

আমি বলেছিলাম "মোবাইলে ছবি তুলে আনতে"
তুলেওছিল.....
কিন্তু ক্যামেরাটা ভিজিএ ক্যামেরা
ছবিগুলো ভালো হয় নি........কেমন ঝাপসা সবগুলো
পরে ওগুলো ডিলিট করে দিয়েছিল

আসলে ছবিটা সবসময় ওর পকেটের মানিব্যাগে থাকতো
আর ওর কাছে যে আর কোন ছবি নেই আমি জানতাম না

জানলে ওটা কম্পিউটারে স্ক্যান করে রাখা যেত

বোকাটা নিজেও কথাটা একবার চিন্তা করল না.......কাঁদুক এখন

১৫| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৩

মিলন,ঢা বি বলেছেন: কিছু বলতে পারি না...........

২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:১৫

সহজপাঁচালি বলেছেন: আজকে সারাদিন বাসায় ছিলাম না
সজিব এক ফাঁকে বাসায় এসেছিল......আমার বোনেরা ওকে ব্লগটা দেখিয়েছে

ও বলছে এসব কেন লিখতে গেলাম
বিশেষ করে শেষ ঘটনাটা ও তুলে ফেলতে বলছে....
ওটার জন্য কি আমার ওপর রাগ করলো কিনা বুঝতে পারছি না

১৬| ২৪ শে জুলাই, ২০১০ সকাল ৮:৪৬

রাজসোহান বলেছেন: উপস !

১৭| ২৬ শে জুলাই, ২০১০ দুপুর ২:১৮

আইয়ুবজািহন বলেছেন: শান্তনা দিয়ে তো আপনার বন্ধুটির দুঃখ কমাতে পারবনা, শুধু আপনার বন্ধুকে বলবেন ধৈর্য্য ধরতে। একদিন না একদিন সোনার হরিণ ধরা দিবেই।


১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৩১

হামজা কানাল মোস্তফা বলেছেন: এর নামই জীবন.................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.