![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা এক পাখি চলে যায় দিকবিদিক, খুঁজে ফিরে শান্তির আবাসন, নিরাপদ নগরি, বাঁচতে চায় আপন করে ........।আর পুরনো জঞ্জাল এ ভরা শহর টাকেও গড়তে চায় সবার মতো করে ......
বড় অবাক লাগে যখন দেখি দেশ টা কেবল ৭১ নিয়া পইড়া আসে...............।। যেখানে আমাদের ভাবা উচিত ২০৫০...... ২০২৫...২০৩০......... সেখানে আমরা আজো অতীত নিয়ে পরে আছি ...।। অতিতে কে কি ভাবচে.........সেতা যদি এখন প্রতিফলন ঘটাতে চায় তাইলে দেশের উন্নতি কেমনে হইব...............। কোন কিছু হইল সব শালারা ৭১ এ ফিরে যায় ......।এই ৭১ তাই দেশ খাইল......।। যেখানে অন্য দেশ আগাইয়া যাইতেছে সেখানে আমরা ৭১ পইড়া আছি......।।
©somewhere in net ltd.