![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা এক পাখি চলে যায় দিকবিদিক, খুঁজে ফিরে শান্তির আবাসন, নিরাপদ নগরি, বাঁচতে চায় আপন করে ........।আর পুরনো জঞ্জাল এ ভরা শহর টাকেও গড়তে চায় সবার মতো করে ......
সকাল ১১:৩৭,
হটাত মোবাইল এ নোকিয়া রিংটোন টি বেজে উঠল ..
ঘুমন্ত আমি, কল টা রিচিভ করে কানের কাছে নিলাম
ওপাশ থেকে,
ভাইয়া আপনার না আজকে আসার কথা, কখন আসবেন?
প্রতিউত্তরে,
ও হাঁ , এইত গোসল টা কইরাই চলে আসতেছি...
-আইচ্চা ভাই তারাতারি আসেন।
অনিচ্ছা সত্তেও ঘুম থেকে উঠে গোসল করতে ঢুকলাম ...। গোসল শেষ করে বের হলাম, একটু সাজুগুজু করে রওনা দিলাম । মাক্সি করে আরামবাগ এক জনের কাছে গেলাম প্রথমে লেনদেন ছিল তাই.
কাজ শেষ করে কামালাপুর গেলাম মনে সাদ জাগছে ট্রেন এ যাবার বাস এ ভিড় হতে পারে জ্যাম এ পরতে পারি এসব চিন্তা মাথায় গুরপাক খাইতেছিল যা ট্রেন এ যাবার ইচ্ছা কে আর বাড়িয়ে দিলো.।।
ত স্টেশন গিয়ে ভাব্ লাম টিকিট কাটার প্রয়োজন নাই, কিন্তু রোজাদার বলে কথা, সাহস হল না আর,
টিকিট কাটতে গেলাম ।
ও মাই গড ,
টিকিট এর দাম ৩৫ টাকা.. পুরাই মাথা নষ্ট
তারপরও কিনলাম।
স্টেশন এ ঢুকলাম, দেখি স্কাউট বসে আছে জিজ্ঞাস করলাম, কোন টড়াঈণ ছাড়বে এখন, বললও কোন ট্রেইন এ যাবেন, বললাম যে কোনও একটা বিমানবন্দর যাব তো তাই .।।।
সুবর্ণ ৩ টা বাজে ছাড়বে বলল কিন্তু তখন ২ টাও বাজে নাই । কি আর করা অপেক্ষা করতে থাকলাম ।
হটাত শুনি রাজশাহী গামী সিল্ক সিটি ২:৪০ এ ছেড়ে যাবে ...তক্ষনি দৌড় মারলাম
গিয়ে দেখি ট্রেন এ উঠা বহুত কষ্ট তবুও কোনও মতে ঝুইলা যাবার জন্য পায়তারা করতেসিলাম জায়গাও পাইছি.।।।
অনেকে আমার মত ঝুইলা রইসে.।.।।
হটাত আমার দিকে এক লোক তাকাইয়া কইল পকেটে হাত দিসস .......আমি তো অবাক কি কমু বুজতাসই না. ......পরে কমন কথা কইলাম আমারে দেখলে কি পকেট মাইর মনে হয় .......?
বেটা কিছু কইল না ........। ঝুলার উদ্দেশে দাঁড়াইয়া রইলাম কিন্তু যত সময় যায় মানুষ তত বাড়ে............। এত মানুষ যে বলার বাহিরে অনেক মানুষ ঢুকতেই পারতেছে না.।.।.।.।।।
অনেকের টিকিট কাটা আছে কিন্তু উটতে পারতেহে না এতটা মানুষ হইসে মানুষ রে জায়গা দিতে গিয়া শেষ পর্যন্ত নিজের জায়গা হারাইলাম বেশী রিস্ক নিতে চাইলাম না আর...........
তবে আফসস লাগল অনেকে ট্রেন এ উটতেই পারে নাই.........।
পরে গেলাম সেই সুবর্ণ এক্সপ্রেস এ বাট এখানে আবার নতুন কাব জাব .......বিমানবন্দরের যাত্রী উটতে দিবো না...........পরলাম ফেসাদে কি করার..........। এক লোক রে দেখলাম একটু মুডের
টাইপের , দেখি এক দরজায় নক করে চিল্লা চিল্লি লাগাইয়া দিসে দরজা নক কেন হেন তেন.।
গেট খুললে আমিও চামে ঢুকে গেলাম তার পিচন দিয়া.......।
তারপর কোনও মতে বইসা আরামে গেলাম সেই বিমানবন্দর.................।
©somewhere in net ltd.