![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা এক পাখি চলে যায় দিকবিদিক, খুঁজে ফিরে শান্তির আবাসন, নিরাপদ নগরি, বাঁচতে চায় আপন করে ........।আর পুরনো জঞ্জাল এ ভরা শহর টাকেও গড়তে চায় সবার মতো করে ......
এখন আমি অনেক বড় ,
লাল নীল কষ্টে কষ্ট পাই না ।
এখন আমি অনেক বড় ,
অসুস্ততায় কাতর হয়ে,
মায়ের কোলে অশ্রু ঝরাই না ।
এখন আমি অনেক বড় ,
আবেগের শিকলে ধরা পরি না ।
এখন আমি অনেক বড় ,
খেলার জন্য সাথী খুজি না
প্রকৃতির খেলায় মত্ত ।
এখন আমি অনেক বড় ,
বাবার শাসনে ঘুম ভাঙ্গে না
এখন আমি অনেক বড় ,
খাতা কলম পেন্সিলের জন্য
ভাইয়ের কাছে আবদার করি না ।
এখন আমি অনেক বড় ,
খিদার যাতনায় চিতকার করি না ।
এখন আমি অনেক বড় ,
মান অভিমান করে,
ভেঙ্গে পরি না।
এখন আমি অনেক বড় ,
তারা গুনে সময় পার করি না ।
এখন আমি অনেক বড় ,
কোন রমণীতে মুগ্ধ হয়ে
বসে থাকি না ।
এখন আমি অনেক বড় ,
বুঝেও অবুঝ ।
©somewhere in net ltd.