![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা এক পাখি চলে যায় দিকবিদিক, খুঁজে ফিরে শান্তির আবাসন, নিরাপদ নগরি, বাঁচতে চায় আপন করে ........।আর পুরনো জঞ্জাল এ ভরা শহর টাকেও গড়তে চায় সবার মতো করে ......
যাচ্ছে চলে অবলীলায়
সময়ের উপাখ্যান,
জীবন বলে ছুটে কি লাভ?
এবার বেটা দাড়ি টান ।
নিঠুর সময় যাচ্ছে চলে
অলস দিনযাপন
বিবেক বলে আরে বেটা
কাজে বসা মন।
মন যে বড় বেখেয়ালি
খেয়াল নেই কজে,
হৃদয় বলে ওরে শালা
প্রেম কর, ওটাই তোর সাজে।
করিলাম প্রেম
খাইলাম ছেখা
আর তাতেই,
জীবন বিভীষিকা....................।
২| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪১
উড়াল পঙ্খী সজল বলেছেন: nare vai ai souvaggo akono hoy nai.. Chekha khaibr mun cay :p
thnx for cmmnt
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:২৫
এম এ কাশেম বলেছেন: ছেখা ও খাইয়া ফেলাছেন?
কবিতা সুন্দর।