![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা এক পাখি চলে যায় দিকবিদিক, খুঁজে ফিরে শান্তির আবাসন, নিরাপদ নগরি, বাঁচতে চায় আপন করে ........।আর পুরনো জঞ্জাল এ ভরা শহর টাকেও গড়তে চায় সবার মতো করে ......
৩৩,৩৪,৩৫…………
৪৮,৪৯……
………
কমলাপুর ওভারব্রিজের উপর দাঁড়িয়ে এইভাবেই গাড়ি গুনে যাচ্ছে শুভ । সময় রাত ১১:৫০ .
ঠিক ২০ মিনিট আগে,
কানে সদ্য খোলসমুক্ত করা হেডফোণ। আর গান…
'‘ ছোট বাক্স ছোট বাক্স
কতো বাক্সের এই শহরে
কতো স্বপ্ন কতো হতাশা
ছোট বাক্সেরর ভিতরে .........
ছোট ছোট মন বড় হয়ে যায়
ছোটদের জন্ম দিয়ে যায়
যারা বড় হয়ে ঢুকে পরে
সেই একিই বাক্সের ভিতরে..................
কেউ ডাক্তার, কেউ মাস্টার
কেউ করে না কোন রোজগার......''
কেউ করে না কোন রোজগার ... , লাইনটা শুনার সাথে সাথেই কয়েকজন নিশাচর বেরজগার লোক ভিন্নকায়দায় শুভ’র থেকে মোবাইল, হেডফোন, মানিব্যাগ রোজগার করে ফেলল।
অনেক সাধ করে হেডফোন টা কিনেছিল আজ । অসীম সাধগুলোর মাঝে সসীম ছিল এটা।
-মামা এটা কত?
-কোনটা ?
-এইটা মামা
-এইটা?
-হুম
-দামাদামি করলে ১৫০ আর একদাম জিগাইলে ১০০।
-শুনা যায় ঠিক মতো?
-শুনা যায় মানে !!
একদম ফকফকা……
এই ফকফকা শব্দ আর শুনা হল না শুভ’র। কিছু সময়ের জন্য একটা সাধ পূর্ণ হল ঠিকি কিন্তু সেই সাধটা আরেকটা অসীম সাধের জন্ম দিয়ে গেলো কিছু বেরজগার লোকের জন্য । যাদের কাজ রোজগার লোকের রোজগার, রোজগার করে চলা ।আসলেই,
''কতো স্বপ্ন কতো হতাশা
ছোট বাক্সের ভিতরে''
কিছু মানুষের সাধ যে কেবল অপূর্ণতার মাঝেই পূর্ণতা পায়।
©somewhere in net ltd.