নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরা পাতা

ঝরা পাতার ঝরা কথা...আসিতেছে শুভ দিন এই হল আগাম বার্ত.............।..।.........................।...................... ......

উড়াল পঙ্খী সজল

একা এক পাখি চলে যায় দিকবিদিক, খুঁজে ফিরে শান্তির আবাসন, নিরাপদ নগরি, বাঁচতে চায় আপন করে ........।আর পুরনো জঞ্জাল এ ভরা শহর টাকেও গড়তে চায় সবার মতো করে ......

উড়াল পঙ্খী সজল › বিস্তারিত পোস্টঃ

ঘুম

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮

''ঘুম''



দুই দিন হল ঘুমিয়েছে শুভ । আরও অনেক রাত ঘুমিয়ে কাটাতে হবে ।

ঘুম রাজ্যের বাসিন্দা যে সে, এখন ।



কি মজা !!



What is life ?

এ প্রশ্নের উত্তরটা তার কাছে…

Life is lot of busyness .



কিন্তু এখন ? না এখন সে ব্যাস্ততা থেকে মুক্ত ।



এখন আর সকালে ঘুম থেকে উঠে ভার্সিটি বাসের জন্য হন্তদন্ত হয়ে ছুটতে হবে না ।



‘ চুল আঁচড়িয়ে যা…’ একথাটি বলে তার মা আর চেচিয়ে উঠবে না।



‘আমি আজকে আসতে পারব না……’ এই বলে তার মিথ্যা বাহানা করা লাগবে না ছাত্রের কাছে ।



fb তে বসে নতুন নতুন স্ট্যাটাস আর আপডেট করা লাগবে না………

করা লাগবে না কোন chat…



আড্ডা দিয়ে অন্যের মান অভিমান এর কারন হওয়া লাগবে না……



লাগবে না একগাদা পড়া গিলতে……



কতো মজা !!



সবার চেনা পরিচিত শুভ নামটা

আসতে আসতে অন্যের মন থেকে ঊর্ধ্বপাতিত হয়ে যাবে সময় আর স্রোতের চলনে ।



কারো জীবনে শুভ, শুভ হয়ে এসে পরিশেষে অশুভ হয়ে ঘুমিয়ে পড়ল ।

এখন তার একটাই কাজ কেবল ঘুম, আর ঘুম এবং ঘুম……



ঘুম রাজ্যের ঘুমন্ত বালক সে, কখনই আর ঘুম থেকে উঠবে না,

নিজের অস্তিত্বকে জানান দিতে…………।



আর এভাবে ঘুমের মাঝেই তার ব্যস্ততার পরিসমাপ্তি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.