![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা এক পাখি চলে যায় দিকবিদিক, খুঁজে ফিরে শান্তির আবাসন, নিরাপদ নগরি, বাঁচতে চায় আপন করে ........।আর পুরনো জঞ্জাল এ ভরা শহর টাকেও গড়তে চায় সবার মতো করে ......
কিছু প্রশ্ন ...
নাগরিক হিসাবে অবেচেতন মনে কিছু প্রশ্ন প্রায়ই জেগে উঠে । এমন একটা দেশে বাস করি , যে দেশের সরকার যতটা তেল মারতে পারে, ততটা মাথা খাটাতে পারে না । সরকারের নিন্দা করা আমার লক্ষ্য না, কিন্তু উচ্চপদে এমন কিছু মানুষ আছে তাদের মাথায় আদৌ কোন প্রকার নিউরন আছে কিনা সন্দেহ ।
আমি যে এলাকায় বাস করি , সে এলাকায় প্রায় ২০০+ অটো রিক্সার আনাগোনা । প্রতিদিন প্রায় ১৫০০+ লোকের ভরণপোষণের মাধ্যম । কিন্তু সরকারের বিবেকহীন কর্মকাণ্ড আজ এই ১৫০০+ মানুষের পেটে লাথি মারা হল মানে অটো বন্ধ । বিদ্যুৎ কে বাঁচানোর জন্য তাদের এই জনদরদি সিদ্ধান্ত । মাথায় বিন্দু মাত্র গিলু থাকলে এরকম করতে পারত না । বিদ্যুৎ বিভাজন কে সুন্দরভাবে বণ্টন করলে , অসাধু কর্মচারী যারা টাকার জন্য বিদ্যুৎ বিল হ্রাস করে, অবৈধ সংযোগ এসব নিয়ে সতর্ক হলে বিদ্যুৎ নিয়ে মানুষকে এত পহাতে হইত না ।
সরকারের কাছে আমার প্রশ্ন ঃ
* যদি বন্ধই করা হবে তবে তাদের ব্যাক আপ , মানে তারা কি করে চলবে তার ব্যাবস্থা কেন করা হচ্ছে না।
* বিদ্যুৎ সংকট যেহেতু আছেই, তাহলে ডিসেন্টির মত গনহারে এসব যানবাহন নামানর কারন কি?
* বন্ধই কি বিদ্যুৎ সাশ্রয়ের একমাত্র পন্থা ?
* যাত্রীদের দুর্ভোগ কমানোর ব্যাবস্থা কই?
চোর গেলে বুদ্ধি বাড়ে এমন টাইপের অবস্থা । কোন পূর্বপরিকল্পনা ছাড়াই গনহারে নামিয়ে আবার হটাত করে বন্ধ করে দিবার মানে কি ............।
কিছু কথা না বললেই নয় অনেক পাতি নেতা আর অনেক ধান্দাবাজ দের ও ইনকামের উৎস এখান থেকে.... তারা এখন কি ধান্দা করবে সেটাই এলাকাবাসির দেখার বিষয় ।
©somewhere in net ltd.