![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা এক পাখি চলে যায় দিকবিদিক, খুঁজে ফিরে শান্তির আবাসন, নিরাপদ নগরি, বাঁচতে চায় আপন করে ........।আর পুরনো জঞ্জাল এ ভরা শহর টাকেও গড়তে চায় সবার মতো করে ......
-হ্যালো ! কেমন আছো?
-এইতো ভালোই ! তুমি?
-বেঁচে আছি আর কি......
তা কি করতেসো?
-এইতো তেমন কিছু না
-ভালো
-তুমি?
-মুভি দেখি
-কোনটা?
-বাংলা, আশ্চর্য প্রদীপ ।
-কেমন ?
-ভালোই । মধ্যবৃত্ত একলোকের আলাদীনের প্রদীপ পাওয়া নিয়ে কাহিনী।
-ও.........
-আচ্ছা , তুমি যদি প্রদীপ টা পেতে তাহলে দৈত্যর কাছে কি চেতে?
-ঘুম ।
-ঘুম !!!!!!!!
-হ্যাঁ, ঘুম ।
ঘুমুতে ইচ্ছা করতেছে কিন্তু, আসছে না ।
আচ্ছা তুমি কি চাইতে?
-তোমায়.........
-আমায় !!
গাড়ি, বাড়ি কিছু না চেয়ে শুধু আমায় ?
-হ্যাঁ, শুধু তোমায় ।
-কেন............
-কেননা তোমায় পেলে যে আমি সব পাবো ।
আমার সব কিছু যে তোমার মাঝেই ।
-তুমি এসব কি বলছ?
-কেন............, ভুল বলছি ।
প্রদীপ পাওয়া ভুল,
প্রদীপের দৈত্য ভুল,
আর ভুল আমার কথা............।
ভুল টা ফুল হয়ে দেখা দিবে সেই প্রতিক্ষাও ভুল।
আচ্ছা রাখি ।
ভালো থেকো.........।
-তুমিও ।
©somewhere in net ltd.