নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরা পাতা

ঝরা পাতার ঝরা কথা...আসিতেছে শুভ দিন এই হল আগাম বার্ত.............।..।.........................।...................... ......

উড়াল পঙ্খী সজল

একা এক পাখি চলে যায় দিকবিদিক, খুঁজে ফিরে শান্তির আবাসন, নিরাপদ নগরি, বাঁচতে চায় আপন করে ........।আর পুরনো জঞ্জাল এ ভরা শহর টাকেও গড়তে চায় সবার মতো করে ......

উড়াল পঙ্খী সজল › বিস্তারিত পোস্টঃ

ঘুম

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২০

সকাল ১১ টা ৪০

-মন খারাপ ?

-হুম...।

- চল একটা কাজ করি ।

-কি ?

-একসাথে চোখ বন্ধ করে ঘুমাই ।

-কিভাবে?

-ফোন টা রাখার পর আমি মিসকল দিবো। তখন তুই চোখ অফ করবি আমিও ।

ঠিক আছে ?

-ওকে ম্যাম ।

ডান ।

-জী জনাব,

আমি রেডি ।

আপনি ?

-আমিও

-আচ্ছা বায় ।

আমি মিসকল দিচ্ছি ।

-ওকে আল্লাহ হাফেয ।





রাত ১১ টা ৪৩,



Meee

1 missed call





সকাল ৫ টা ২৩,



খুব সকালেই ঘুম থেকে উঠার অভ্যাস তিথলির । সকালের জানালায় দাড়িয়ে মিষ্টি আলোয় স্নান করতে খুবি ভালো লাগে ওর । তবে সকালে ঘুম থেকে উঠেই তার প্রথমকাজ ২৯ দাঁতের মস্ত বড় একটা হাসি দিবে আয়নার সামনে ।শুভ'র হুকুম । প্রতিদিন এ কাজটা করে আসছে, এমনকি ওর মন খারাপের দিনেও । ওর হাঁসি ওকে যেমন সারাদিন হাসিখুশী রাখবে সাথে ভালো রাখবে শুভকে, এটা শুভ'র বিশ্বাস । শুভ'র সাথে প্রনয়ের পর থেকে নিয়মিত ঘুম থেকে উঠেই আয়নার সামনে একটা হাসি দেয় তিথলি ।



শুভ তিথলি'র প্রনয়ের সুর । অগোছালো ঘুম কাতুরে একটা ছেলে । ঘুম রাজ্যের রাজপুত্র । তিথলি উত্তর মেরু হলে শুভ দক্ষিন মেরু । তবুও প্রনয়তে তিল পরিমান কমতি নেই, বৈপরীত্য যেন ভালোবাসাকে আরো কয়েকশো গুন বাড়িয়ে দিয়েছে ওদের মাঝে ।





সকাল ৬ টা,

-good morning jonab

apnr ghum ki vangbe ?

-(no reply)



প্রয়োজনীয় কাজ শেষে, ৯ টায় আবার মেসেজ পাঠাল তিথলি.........

-ghum vanglo apnr?

-(no reply)



ঘুমরাজ্জ্যের রাজপুত্র তো তাই এখনো উঠে নাই মনে হয়, আর কালকে এমনেই মন খারাপ ছিল............ এই ভেবে আর ফোন দিয়ে ঘুম ভাঙ্গালো না তিথলি।





সকাল ১০ টা ৩০,

-kire uthbi na?

khaibi na?

-(no reply)



এবার রিপ্লাই না পেয়ে কল ই দিলো । কিন্তু না ফোন ও ধরছে না ।

কি হল ছেলেটার ? ফোন ধরছে না কেন ? মন খারাপ ?

তাই বলে ফোন ধরবে না এটা কোন কথা ?

হঠাৎ কালকের কথা মনে পরে গেলো............



আগেরদিন রাত ১১ টা ৩৭,

-আমার যদি কিছু হয় ?

-আরে হবে না......

আমি আসলেই সরি, সত্যি ভুলে গেছি । আর ফুফুর বাসায় ছিলাম বুঝস না কেন? কালকে থেকে আবার ঘুম থেকে উঠেই আয়নার সামনে ভেটকি হাসি মারবো ।

ওকে ?

-হুম, ওকে।

যদি কিছু হতো ?



-হয় নাই তো ।আমার বাসায় থাকলে ভুল হতো না । আর সারাদিন যেহেতু কিছু হয় নাই সো হবে না......বুঝলা ?

-হুম।

-মন খারাপ ?

-হুম...।

-চল একটা কাজ করি.........

....................................





শুভ'র কিছু হল নাতো আবার ? বুকটা ধড়ফড় করা শুরু করলো

তিথলি'র ।

একের পর এক কল আর মেসেজ দিচ্ছে তো দিচ্ছেই............



দুপুর ১২ টা ১০,

-কিরে কি হইছে তোর?

ফোন ধরস না কেন?

কয়টা বাজে দেখছস?

উঠবি না ?

খাবি না?

হ্যালো...... হ্যালো......।

-জী হ্যালো

আসসালামুয়ালাইকুম

কে বলছিলেন?

-শুভ আছে না , ওকে দেও তো আমি তিথলি ওর ফ্রেন্ড ।

-সরি আপু,

Meee নামে সেভ করা তাই চিনতে পারি নি.........

-আচ্ছা ওকে,

শুভ কোথায় ? ঘুম থেকে উঠে নাই এখনো ?

ওকে দেয়া যাবে ?

-.....................

-হ্যালো...... হ্যালো

-........................

- হ্যালো ভাইয়া তুমি কি শুনতে পাচ্ছ ?

শুভকে কি দেয়া যাবে ?

-............

-হ্যালো............।

-(কান্না )

-হ্যালো, তুমি কাঁদতেস কেন?

-আপু ভাইয়া আর চোখ খুলল না.........

-মানে............???

-ভাইয়া আর নেই ...







কথা কানে আসতেই হৃদস্পন্দন টা বন্ধ হয়ে গেলো ক্ষণিকের জন্য তিথলির । একসাথেই তো চোখ অফ করলো, সে খুলতে পারলে, ও পারলো না

কেন...... ??





আসলেই একসাথে চোখ অফ করতে পারলেও একসাথে চোখ খোলা যায় না । দিনটা শুভ'র খারাপই গেলো শেষপর্যন্ত । এ যেন বিশ্বাসে মিলায় বস্তু , তর্কে বহুদূর ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু , তর্কে বহুদূর ।


ভাল থাকুক তিথলি, শুভর জন্য ................................

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৮

উড়াল পঙ্খী সজল বলেছেন: ধন্যবাদ .

কিছুটা সত্য অবলম্বনে লিখার প্রয়াস আর কি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.