![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা এক পাখি চলে যায় দিকবিদিক, খুঁজে ফিরে শান্তির আবাসন, নিরাপদ নগরি, বাঁচতে চায় আপন করে ........।আর পুরনো জঞ্জাল এ ভরা শহর টাকেও গড়তে চায় সবার মতো করে ......
...কথোপকথন ...
-আজকে দুইটা ভাইগা যাওয়ার মুভি দেখসি,
ভাগতে ইচ্ছা করতেসে ।
-যা ভাইগা যা......
-চল ভাইগা যাই!
-এহ কয় কি?
-চল না ভাইগা যাই ।
-যে না ।
-আমি কিন্তু সিরিয়াস ।
-ভালো, তুই একা ভাগ
-চল না.........
-জী না,
-দেখ আমি মাইয়া হইয়া তরে কইতাসি, তারপর ও তুই যাবি না ।
-জে না......... আইসে ভাগুম ।
-তুই না আমারে ভালবাসস ?
-তরে ভালোবাসি কিন্তু ভাইজ্ঞা তোর বাপ মারে কষ্ট দিবার মতো পাবলিক আমি না ।
-দেখ পরে কিন্তু আমারে কিছু কইতে পারবি না ...... আমি কিন্তু ভাগতে কইসিলাম তরে ।
-কমু না, সত্যিই তরে ভালবাইসা থাকলে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোর অপেক্ষায় থাকুম যদি না করি তাইলে বুজবি যে আমারটা ভালোবাসা ছিল না, ছিল আবেগ ।
-হু বুইজছি ।
চল না...... তুই ভালবাসস দেইখাই তো তরে কইতাসি
- বাদ দে । আমি জামু না । পারলে ফ্যামিলি মেনেজ কইরা বিয়া করুম আর না পারলে নাই ....
আমার সুখের জন্য কোন বাপ মারে কষ্ট দিতে পারুম না ......।
-এহ আইসে, জনদরদি ।
আরে বাপ মারে পরে মেনেজ করা যাইব............
-যাইলেও দরকার নাই ।
ওরা যে কষ্ট পাইব ওটা মুছবি কেমনে ?
আর সুন ওরাই একমাত্র পারসন জানা নিখাদ ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে......... যা আমরা পারি না ।
-ওকে মনে রাখিস । পরে কষ্ট পাইলে আমি জানি না ।
- পাইলে পাইলাম । তুই না পাইলেই চলে ।
-ভালো
-হুম ।
©somewhere in net ltd.