নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরা পাতা

ঝরা পাতার ঝরা কথা...আসিতেছে শুভ দিন এই হল আগাম বার্ত.............।..।.........................।...................... ......

উড়াল পঙ্খী সজল

একা এক পাখি চলে যায় দিকবিদিক, খুঁজে ফিরে শান্তির আবাসন, নিরাপদ নগরি, বাঁচতে চায় আপন করে ........।আর পুরনো জঞ্জাল এ ভরা শহর টাকেও গড়তে চায় সবার মতো করে ......

উড়াল পঙ্খী সজল › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪

রাত ২ টা,

একের পর এক কলিং বেলের শব্দ । যেখানে সবাই গভীর ঘুমে মগ্ন , সেখানে শুভ'র ঘুম ভেঙ্গে গেলো । ইদানিং ওর গাড় ঘুমের ঘনত্ব কমে যাচ্ছে না বলা কিছু কারনে । বিছানা থেকে উঠে দরজাটা খুলল । ৬০ ওয়াটের লাইটের আলো টা দরজার বাইরে নিথর দাড়িয়ে থাকা মানুষটার দিকে পরতেই শুভ'র চিতকারঃ

-কিরে তুই?

এতো রাতে?

-চলে এলাম তোর কাছে ।

-তাই বলে এতো রাতে.........

-আর কোন উপায় খুঁজে পেলাম নারে ,

বাবা মাকে না বলে চলে এলাম.........



শুভ কথা না বাড়িয়ে ভিতরে বসতে দেয় সাথি কে । সাথি শুভ"র জীবন সাথি। রাতের মেঘ যেমন জোছনাকে নিজের মাঝে লুকিয়ে রাখে, শুভ ও চায় সাথিকে নিজের মাঝে আগলে রাখতে । কিন্তু বাস্তবতা ভিন্ন সুরে সুর তুলে ।

এতক্ষনে বাসার অনেকেই উঠে গেছে । সাথীর দিকে আড় চোখে কয়েকবার তাকিয়ে কোন কথা না বলে সোজা অন্য রুমে নিয়ে গেলো শুভকে তার মা ।





-কিরে এই মাইয়া কে ?

-আমার ফ্রেন্ড

-এতো রাতে কিল্লাইগা ?

তোর কাছে কি?

-আম্মা তোমারে পরে কমু ।

-এ মাইয়া যেহান থেইক্কা আইসে অইহানে চইলা যাইতে ক...

-আম্মা তুমি এমন করতেছ কেন ?

-তরে যা কইছি তা কর ।

-আমি পারুম না......।

-তাইলে আমি কই ।

-এতো রাইতে কই যাইব ?

-যেহান থেকে আইসে অইহানে যাইব, আবার কই যাইব ।

-তোমার সমস্যা কি ?

-এতো কথা কস কা... যা করতে কইছি তা কর ।

-পারুম না ।

-আমিই কইতাসি ।



অনেক মান অভিমান, কথা কাটাকাটি শেষে শুভ বের হয়ে গেলো সাথি কে নিয়ে আর সঙ্গি হল জোছনাসিক্ত রাত । স্টেশনে সাথীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো শুভ ।



সকাল ৬ টা ৩০,

-উঠ, উঠ

-সকাল হয়ে গেছে?

-হ, হইছে

ভার্সিটি নাই?

-আছে......



ঘুম থেকে উঠেই শুভ অবাক ।



-আমি এখানে কেন?

-তাইলে কই থাকবি?

রাস্তায় !

-না , মানে.........

আম্মা রাতে কি কেউ আসছে ?

-হ আসছে

-কে?

-তোর বউ......।

লাথি না খাইতে এখনি উঠ ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.