নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরা পাতা

ঝরা পাতার ঝরা কথা...আসিতেছে শুভ দিন এই হল আগাম বার্ত.............।..।.........................।...................... ......

উড়াল পঙ্খী সজল

একা এক পাখি চলে যায় দিকবিদিক, খুঁজে ফিরে শান্তির আবাসন, নিরাপদ নগরি, বাঁচতে চায় আপন করে ........।আর পুরনো জঞ্জাল এ ভরা শহর টাকেও গড়তে চায় সবার মতো করে ......

উড়াল পঙ্খী সজল › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

মুভি রিভিউঃ

''MIRACEL IN CELL NO. 7''





একটা মুভি দেখে ক্ষণে ক্ষণে এতটা কাঁদা যায় সাথে হাসাও যায় , তা এই মুভি না দেখলে কেউ বিশ্বাস করবে না ।

অসাধারন কাহিনি আর ছোট্ট মেয়ের অভিনয় আপানাকে কিছু সময় এর জন্য হলেও মুভির কাহিনিতে আবদ্ধ করে রাখবে ।





ছোট্ট মেয়ে আর তার সহজ সরল বাবার মধ্যেকার যেই ভালোবাসা তাই ফুটে তুলা হয়েছে মুভিটাতে । বাবা আর মেয়ের মাঝে যে স্নেহ ভালোবাসা তা ছাপিয়ে যায় বাস্তবতাকে । কখনো কখনো মনে হবে মুভির ভিতরে গিয়ে কাহিনিটা নিজের মতো করে সাজিয়ে দিয়ে আসি ।





হটাত, বিনা দোষে মেয়েটির বাবাকে কয়েদখানায় যেতে হয়। আলাদা হয়ে যায় তারা । তার ফাসিও হয় সে জন্য । কয়েদখানায় বাবার সাথে ছোট্ট মেয়েটির দেখা করার কাহিনি,কয়েদখানার সবার সহযোগিতা, ছোট্ট মেয়েটির সাথে বাবার কথোপকথন আপনার হৃদয়কে একবার হলেও কাঁদাবে । মেয়েটি যখন কয়েদখানার প্রধানকে বলে, ''তুমি আমাকে আমার বাবার মত ধরে নিয়ে যেতে পার না? '' সেই মুহূর্তে বাকরুদ্ধ হওয়া ছাড়া উপায় থাকে না ।

ফাঁসির পূর্বে যখন কয়েদখানার সবাই মিলে তাকে বের করার জন্য প্লান করে। আর তা বেস্তে দিয়ে বাবা আর মেয়ে সূর্যাস্ত দেখায় ব্যাস্ত , তখন ছবির সবার মতো আপনাকে হা করে থাকতে হবে।



সবশেষে বড় হয়ে মেয়েটি পরে তার বাবাকে নির্দোষ প্রমান করে কিন্তু ততদিনে বাবার স্মৃতিই ছাড়া আর কিছুই থাকে না তার সাথে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.