নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরা পাতা

ঝরা পাতার ঝরা কথা...আসিতেছে শুভ দিন এই হল আগাম বার্ত.............।..।.........................।...................... ......

উড়াল পঙ্খী সজল

একা এক পাখি চলে যায় দিকবিদিক, খুঁজে ফিরে শান্তির আবাসন, নিরাপদ নগরি, বাঁচতে চায় আপন করে ........।আর পুরনো জঞ্জাল এ ভরা শহর টাকেও গড়তে চায় সবার মতো করে ......

উড়াল পঙ্খী সজল › বিস্তারিত পোস্টঃ

২য় প্রেমপত্র প্রথম মৃত্যুর আগে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

প্রেয়সী,
ভুলে যাইস কিন্তু মন থেকে মুছে ফেলিস না ।
নশ্বর এই পৃথিবীর মানে যে তোকে চাওয়া তা বলবো না কখনই । কখনই ভালোবাসা কিংবা চুমুর দিব্যি দিয়ে বলবো না প্রথমত আমি তোকে চাই, দ্বিতীয়ত আমি তোকে চাই, শেষ পর্যন্ত আমি তোকেই চাই । বলব না তুই আকাশ হলে আমি শঙ্খচিল হয়ে তর মনের ক্যানভাসে উড়ে উড়ে এক্কা দোক্কা খেলবো ,শুধু এতটুকু বলবো তোকে ভালবাসি তাই ভালবেসে যাবো.........

বলব না আকাশের চাঁদ এনে দিবো কিংবা বলবো না তুই রাজকন্যা শুধু বলবো আমার হৃদ মাঝারে তুই পেত্নি হয় ছিলি আছিস থাকবি ।

তুই যেদিন তোর প্রেমের পদ্য আমাকে দিয়েসিস, সেদিন জীবন পাতার সব শব্দ নিজের অগোচরেই হারিয়ে ফেলেছি, শুধু স্মৃতির পাতায় একটাই শব্দ প্রতিধ্বনিত হয়েছে আর তা হল
ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসি
........................

যে হাতটাকে পরম আদরে ধরেছিস , একদিন হয়ত আঙ্গুলের ফাকে সে হাতের আঙ্গুল খুঁজে বেরাতে হবে বলতে হবে বাড়িয়ে দেও তোমার হাত আমি আবার তোমার আঙ্গুল ধরতে চাই তোমার পাশে হাটতে চাই , আর তখন আমি ভিনদেশী তাঁরা কে বলে বেড়াব,
" ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো "

জীবন নামের এই বাস্তবতায়, হয়ত অনেক চাওয়া পাওয়ার মাঝে ফারাক থেকে যায়, কল্পলতায় যা সম্ভব হয়ে দাড়ায় । তোর আমার না পাবার দিনে বাস্তবতার জয় হলেও স্বপ্নলোকের কল্পলতায় মনের প্রতিটি শিশির কণায় সর্বত্র তোর আমারি জয় হবে, তখনো নির্ভীক ভাবে বলে বেড়াব,
ভালোবাসি, ভালোবেসে যাবো ......

আমাকে প্রতিটা ক্ষন ভালোবাসার জন্য একরাশ কুসুম শুভেচ্ছা
কেননা,
ভালোবাসাটা প্রতি ক্ষনের কোনো বিশেষ মুহূর্তের নয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.