![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।
ভাবছি একটা কবিতা লিখবো ;
যে কবিতায় থাকবে মাটির গন্ধ,
খুঁজে পাওয়া যাবে আমাদের শেকড় ;
যে কবিতায় থাকবেনা কালো ধোয়া ।
থাকবেনা সন্ত্রাস ,থাকবেনা যান্ত্রিকতা ;
যে কবিতা থেকে পাওয়া যাবে হারানো এক তারার শব্দ ।
হয়তোবা যাবেনা এমন কবিতা লেখা ;
হয়তোবা যাবে . . .
হয়তোবা পাওয়া যাবে পদ্মায় ,
সেই হারানো স্রোত ;
সেখানে হয়তোবা আজও গান করছে বাউল ;
হয়তো বা পাওয়া যাবে ঘাসের ডগায় ,
সূর্যের প্রথম আলোয় চিকচিক করা শিশির কনা ।
হয়তো পাওয়া যাবে চাষীর চোখের ;
সোনালী রাঙা দিগন্ত জোড়া ক্ষেত ।
অথবা , কিশোরের ঝাক বেঁধে হাটু পানিতে মাছ ধরার আনন্দ।
হয়তো বা যাবেনা ।
হয়তো বা যাবে . . .
©somewhere in net ltd.