নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খাতার শূণ্য পাতা ... শুধুই বেহিসাবী পরে রবে ...

সময় মাহমুদ (সময়)

আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।

সময় মাহমুদ (সময়) › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য অনামিকা ।।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

আমার কাছে একটা টিউশনি চেয়েছিলে,মনে পড়ে ?

তখন বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী তুমি, হলে থাকো ।

আমি বাধা দিয়ে বলেছিলাম : ''তুমি একটি মেয়ে -

তোমার পক্ষে একা কোথাও যাওয়া কি উচিত ?''

সাথে সাথে তুমি মনে করিয়ে দিলে কবে তোমাকে..

আমার লেখালেখির কাজে সাহায্যের জন্য বলেছিলাম ।



''কখন যেতে হবে বাসায় , '' জানতে চাইলে তুমি ;

এবার কিন্ত আমি আর বাধা দেইনি তোমাকে ।

বলেছিলে , একটা টিউশনি তোমার খুবই দরকার ।



''আমাকে পড়াবে তুমি ? আমার টিচার হবে ,অনামিকা ?''

স্বরে অ-য় অজগড় থেকে দন্ত্য স-য় স্বাধীনতা পর্যন্ত

শেখাবে আমাকে ? আমি যেমন সেই ছোটবেলায় ...

তোমাকে শিখিয়েছিলাম বি-এ বন্ডেজ ,

এস-এ স্লেভারি . . .

আরো কতো কি !



বাইরে তখন বৃষ্টি হচ্ছিলো ; তোমার ছোটভাই মিতুল ,

পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল পাশে ।

এমন বাদল দিনে তুমিও না হয় আজ আমাকে পড়াও

ব-য়ে বাংলা , ভ-য়ে ভালোবাসি . . .

কিংবা তোমাদের ''বাঁধন'' -এর বাঁধন ছেড়ার গানটা -

যা তুমিই ভালো গাইতে পারো ; একবার শোনাবে আমাকে ?



রমনার বটমূল থেকে বকুলতলা পর্যন্ত সর্বত্র

আজ তোমাকেই দেখেছি , আর ভেবেছি-

তুমিই পারবে এসব শেখাতে ।



সত্যি বলতে কি সামসুন্নাহারের সামনে প্রথম যখন...

তোমাকে দেখি - ছিঃ কী নির্লজ্জের মতো এক ছোকরার সাথে ..

ভেবেছিলাম , এসবই বুঝি হয় এখানে ।



সে ধারনা আজ এক ধাক্কায় পাল্টে গেলো

পহেলার দুঃসাহসিক এই উত্‍সবে ।

বুঝতে বাকি রইলো না আর - এই যৌবন

রাস্তার ধারে পচে -গলে নষ্ট হবার নয় ;

উত্‍সব-ব্যসনে ,প্রতিবাদ-প্রতি রোধ-বিক্ষোভে

মিছিলের অগ্রভাগে মহিয়সী ইলা , প্রীতিলতা -

লক্ষ অনামিকা তার নাম ।

অনামিকা , বিশ্বাস করো আমি লেখক নই ;

কী সাহায্য করবে তুমি আমাকে ?



তাছাড়া আমার যতো সস্তাপচা বিকৃত শব্দাচার

আজ তোমাদের সোচ্চার স্লোগানে মুখলুকাবার

পথ পাচ্ছেনা লজ্জায় ;

ভীরু কাপুরুষ লেখনী আমার ,স্তব্ধ মূক।

এতো মৃত্যু দেখে ,এতো রক্ত গায় -এই ধ্বংসের খেলায়

একা একা গাঁথি মালা ; বাজাই বাঁশি স্বার্থপর নিরো !!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.