নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খাতার শূণ্য পাতা ... শুধুই বেহিসাবী পরে রবে ...

সময় মাহমুদ (সময়)

আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।

সময় মাহমুদ (সময়) › বিস্তারিত পোস্টঃ

জামাত - শিবিরের কাছে যুক্তিখন্ডনের আবেদনপত্র ।। :D :D

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

বরাবর ,

জামাতে ইসলামী এবং শিবির ,

পাকিস্তানের চৌরাস্তা ।



বিষয়: যুক্তিখন্ডনের আবেদন ।



জনাব ,

আপনি যুক্তির কথা চান তো ? যুক্তিগুলোর প্রত্যেকটার উত্তর দিবেন ।দেখি আপনি কতটা নিরপেক্ষ ।



*জামাতে ইসলামী ইসলামের পথে বলীয়ান ,তাইতো ?দেশে প্রতিটা রাজনীতিবীদ মিথ্যাবাদি তাতে কোনো সংশয় নাই ।জামাতে ইসলামির নেতারা তো ব্যতিক্রম হওয়ার প্রশ্নই উঠেনা । তারা একসময় জোট সরকারের সামিল ছিলো ।তারা যদি ইসলামের পথে বলীয়ান হয়ে থাকে কেনো মিথ্যাবাদী এবং প্রতারক সরকারের হাত ধরে সহযোগী ক্ষমতায় গেসে ?? ক্ষমতায় যাওয়ার পর কি তারাও দুর্নীতি করেনি ?কেনো তারা সংসদে বসে দুর্নীতির বিরোধিতা করেনি ?ইসলাম মানেই তো সত্যের পথ ।আপনার নেতারা কেনো সত্যের পথে কাজ করেনি ক্ষমতা পাওয়ার পর ও ?তাহলে ধরে নিবো যে তারাও দুর্নীতিতে সামিল ?আর যদি তাই হয় নেতৃত্বেই যদি দুর্নীতি থাকে তাহলে ইসলামের কাফনের চাঁদর জড়িয়ে কেনো মূল্যবোধে আঘাত করলো স্বয়ং ইসলামের ? আপনি অবশ্যই এই ব্যপারে একটা জবাব দেবেন ।



* ইসলাম শান্তির পথ ।তাইনা ? তো হরতাল কি শান্তির উপায় ? একজনকে পাঁচজন মিলে খুন করা টা কি শান্তির নিদর্শন ?আমরা না হয় কাফির তাই আল্লাহ না মেনে খুন করি ?আপনারা তো খাঁটি মুসলমান ( ! ) তাহলে কেনো হরতালের আগে একজন খেটে খাওয়া মানুষের অন্ন কেড়ে নিয়ে গাড়ি পোড়ান ? ইসলামে কি আরেকজনের পেটে লাথি মারা জিহাদ ??আর আপনি যদি টেনে আনেন ছাত্রলীগ করে তাই আমরা করি তাহলে ওদের আর আপনাদের পার্থক্য কি শুধুই ইসলামের মোড়কে ভন্ডামী করা না ?



*পরবর্তী যুক্তি আপনি বলছেন যে প্রজন্ম চত্তর সরকারের ভাওতা নাটক ?? একটা বৃদ্ধের অশ্রু আপনার কাছে শুধুই কি নাটক ?একজন ধর্ষিতা বঙ্গললনার আকুতি কি মিথ্যে নাকি নাটক ?হাজারো লাখো মানুষের কথার কোনো ভিত্তিই নেই ? যারা যুদ্ধ করে পঙ্গু হয়েছে তাদের অভিযোগ ভূয়া ?হাস্যকর !! আপনারা ইসলামের পরিব্রাজক হয়ে থাকলে এটা নিশ্চই জানেন বিচার নিরপেক্ষ দৃষ্টিতে করতে হয় ? এই ট্রাইবুনাল ১৯৪২ সালের পর সবচেয়ে স্বচ্ছ ট্রাইবুনাল তা কি আপনার জানা আছে ?বিচারক যদি পক্ষপাতিত্ব করে থাকে তবে দোষ কার ??সরকারের ট্রাইবুনাল এটা ?তাহলে নাটক না ফাঁদিয়ে রায় দিতে পারত ''T0 BE HANGED TILL DEATH'' কারন শেখ হাসিনার বাবা মুক্তিযুদ্ধের মহানায়ক !



*জিহাদ হলো যা সত্য তার পথে লড়াই করা আল্লাহকে স্বাক্ষী রেখে আল্লাহর পথে ।তাতে নিরপরাধ মানুষকে হত্যা করা কিংবা রগকাটা না ।আপনি যদি রগকাটা অথবা নিরপরাধ খুন করাকে অস্বীকার করেন তাহলে বলতেই হয় আপনি ইসলামের নামে ভন্ডামীর প্রহসনের একজন সৈনিক ।



আমাকে যুক্তিখন্ডন করে বাধিত করবেন জামাতে ইসলামীর সৈনিকেরা ।



নিবেদক -

আপনাদের ভাষ্যমতে কাফির ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.