![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাসকিন এবং সানিকে বিশ্বকাপ থেকে বের করে দেয়ায় আমাদের সবার মনে বিড়াট আঘাট লেগেছে। সেই রাগ, ক্রোধের বহিঃপ্রকাশ স্বরুপ আমরা গরম গরম স্ট্যটাস দিয়ে ফেসবুকের পাতা ভরিয়ে ফেলছি। বাংলায় লেখা এই সব প্রতিবাদ আইসিসি দেখছে না, শুনছেও না। শুনলেও তাদের কিছু যায় আসে না। এই ডিসিশনের কোন হেরফেরই হবে না। তারপরেও আমরা নিজেদের মাঝে এই রাগ শেয়ার করে নিজেদের ক্ষোভ কমানোর চেষ্টা করছি বলা যায়।
ক্রিকেটের ডামাডোলে আমাদের ভুলে গেলে চলবে না যে কিছুদিন আগে আমাদের রিজার্ভ থেকে হাজার কোটি ডলার লুটপাঠ হয়েছে। এখন পর্যন্ত এই লুটপাঠের কোন কুল কিনারাতো হয়ইনি উলটো কিছু তথ্য দিতে গিয়ে নিখোজ হয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা। কিছুদিন আগেই তাকে টিভিতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও সরকারী গোয়েন্দা সংস্থার লোক হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার পর এখন বলা হচ্ছে তিনি সরকারের কেউ নন!!
তিনি আসলে কে বা কি তার চাইতেও তার বড় পরিচয় তিনি এই রাস্ট্রের একজন নাগরিক। তার পরিবার থানায় ডাইরি করতে গেলে তাদের সেটা করতে দেয়া হয়নি। একজন তাসকিন বা সানির জন্য লেখালেখি করে কোন পরিবর্তন আনা যাবে না আইসিসির ডিসিশনে। কিন্তু আপনি আমি সবাই যদি একত্রিত হয়ে যে ভাবে আজ তাসকিন সানির জন্য লড়ছি , সেই লড়াইটা যদি তানভীরের জন্য লড়ি, তবে হয়ত ফেরত পাওয়া যাবে তাকে।
২| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৯
অগ্নি সারথি বলেছেন: কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধিবে কে?
৩| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৫
পথে-ঘাটে বলেছেন: তানভীর জোহাকে ফেরত চাই।
৪| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৮
আমি মিন্টু বলেছেন: ভালো বলেছেন ।
৫| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৬
দ্যা ব্যাকডেটেড বলেছেন: এই সব ব্যাপারে লিখে কি দেশদ্রোহী আর রাজাকার হইতে বলেন নাকি? ?? সরকারের কোনো ত্রুটি বর্ননা করা যাবেনা। অলিখিত সংবিধানের ৪২০ ধারা এটি। তাই চেপে যাই।
৬| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭
জেন রসি বলেছেন: তিনি আসলে কে বা কি তার চাইতেও তার বড় পরিচয় তিনি এই রাস্ট্রের একজন নাগরিক। তার পরিবার থানায় ডাইরি করতে গেলে তাদের সেটা করতে দেয়া হয়নি। একজন তাসকিন বা সানির জন্য লেখালেখি করে কোন পরিবর্তন আনা যাবে না আইসিসির ডিসিশনে। কিন্তু আপনি আমি সবাই যদি একত্রিত হয়ে যে ভাবে আজ তাসকিন সানির জন্য লড়ছি , সেই লড়াইটা যদি তানভীরের জন্য লড়ি, তবে হয়ত ফেরত পাওয়া যাবে তাকে।
সহমত।
৭| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯
নুর ইসলাম রফিক বলেছেন: আপনি বলছেন এই কথা?
৮| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৪
মহামানব রেহান বলেছেন: তাসকিন আর সানির ব্যপারে বললে যেমন আইসিসি কর্নপাত করবে না ,তেমনি তানভির জোহার ব্যপারে আওয়াজ তুইলাও তারে খুঁজে বের করা সম্ভব না ।
৯| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৭
বেলাল উদ্দীন বলেছেন: হা জোহাকে আমাদের সাথে চাই এবং আমাদের মাঝে তাকে ফিরিয়ে দিতে হবে
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৩
বিজন রয় বলেছেন: লোক কই?
সবাই ঘরে বসে খালি লাফায়।