নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রতীর

সমুদ্রতীর › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় গনমাধ্যম এবার লেগেছে বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক মাশ্রাফির বিরুদ্ধে

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৪

ভারতীয় গনমাধ্যম এবার লেগেছে বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক মাশ্রাফির বিরুদ্ধে। প্রথমালোয় ছাপা হওয়া সাক্ষাৎকারে দেখলাম তারা মাশরাফির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাশ্রাফি কেন কেবল এক ওভার বল করেছে এবং এরপরও তার দলে থাকা উচিৎ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে! টী২০ র পরপরই সে অবসর নেবে কিনা সেটাও জানতে চেয়েছে!সৌম্যর মত ফ্লপ ক্রিকেটারকে কেন একের পর এক ম্যাচে বাংলাদেশ ওপেনিং এ নামাচ্ছে সেটা নিয়ে কোন প্রশ্ন তুলেনি, প্রশ্ন তুলেছে মাশরাফির এক ম্যাচের বোলিং যোগ্যতা নিয়ে!

সবচেয়ে বড় কথা তারা এসব প্রশ্ন করার কে? মাশ্রাফি এক ওভার না দশ ওভার বল করবে ,দলে থাকবে কি না থাকবে সেটা সম্পুর্ন বাংলাদেশের ব্যপার। আসল ব্যপার হচ্ছে যে ভারতীয়রা খুব ভাল করেই জানে যে বাঙ্গালী বড় আবেগী। বাঙ্গালীর মনোবল ভেঙ্গে দিতে হলে এই আবেগকে ব্যবহার করতে হবে। আর সেটাই তারা অত্যন্ত জঘন্য কায়দায় করছে ।তাস্কিন, সানিকে দল থেকে আউট করেই তারা ক্ষান্ত হয়নি , এবার পিছে লেগেছে বাংলাদেশ দলকে দারুনভাবে নেতৃত্ব দেয়া অধিনায়কের বিরুদ্ধে।

মাশ্রাফির উদ্দেশ্যে শুধু এটাই বলতে চাই, পুরো বাংলাদেশ তোমাদের পেছনে আছে।হার জিত সব খেলার অংশ। যে কোন ফলাফলই মেনে নেবার ক্ষমতা এ দেশের ক্রিকেট দর্শকের আছে। তাই যে কোন পরিস্থিতিতেই মানুষ সব সময়ই টাইগারদের পাশেই থাকবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০১

বিজন রয় বলেছেন: যার যা কাজ সে তা করুক, আমাদের কাজ ভাল খেলা।

২| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০২

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: ঠিক বলেছেন ভাই ।। সব সড়যন্ত ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.