![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা তা আরেকবার প্রমাণিত হল। প্রচণ্ড উত্তেজনাকর খেলায় হার জিত ভাগ্যের হাতে চলে যায়, ক্রিকেটারদের হাতে নয়। অতীতের অনেক power play ম্যাচে আমরা সেটা দেখেছি। অভিজ্ঞতা, ক্রিকেটারদের পারদর্শীতা অনেকাংশেই সেখানে গৌন হয়ে পড়ে। গতকাল যে খেলা হয়েছে সেটা আমরাতো বটেই ,যে কোন দেশের ক্রিকেট দর্শকেরাই অনেকদিন মনে রাখবে।এ ধরনের খেলা দেখার জন্য সবসময়ই ক্রিকেট দর্শকেরা উন্মুখ হয়ে থাকে।
ক্রিকেট নিয়ে বাঙালীর অতিমাত্রায় মাতামাতি নিয়ে সমোলোচনার শেষ নেই। এই মাত্রা ছাড়া মাতামাতির একটাই কারন - আপাদমস্তক দুর্নিতিতে নিমজ্জিত একটি দেশে ক্রিকেটই এমন একটি জায়গা যেখানে আমাদের ১১ জন হিরো সম্পুর্নভাবেই দেশের জন্য খেলে।বহির্বিশ্বে চুরি, ডাকাতি, খুনোখুনি,প্রকাৃতিক দুর্যোগের জন্য পরিচিত একটি দেশকে এই ক্রিকেটই একটু হলেও সুনামের জায়গা করে দিয়েছে
ক্রিকেটাররা অনেকেই নিজেদের দেশের হিরো মানতে নারাজ।কিন্তু এরাই এখন আমাদের একমাত্র হিরো যাদের নিয়ে আমরা একটু হলেও গর্ব করতে পারি।
WE ARE PROUD OF OUR CRICKET AND WE WILL BE ALWAYS WITH OUR TIGERS.
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫
আহমেদ রশীদ বলেছেন: আমরা যুদ্ধ করে হেরেছি। হারজিততো থাকবেই। কষ্ট লাগবে স্বাভাবিক। কিন্তু আপনাকে একটু ভাবতে হবে- ‘‘ আগের টিম, আর এখনকার টিম’’ কোথায়?? ধৈর্য্য হারায়েন না। সামনে বহু সময় আছে।