| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখার জগতে, নব্য পাগল ! পড়ছি প্রৌকশলী হতে আর নিজেকে মানুষ প্রজাতির কিছু বানাতে ! লিখছি, “আমি বলতে পারি” এটুকু নিজেকে জানাতে । এইতো, আমি ।
একটি ছোট্ট ছেলে, আমি যে বিদ্যালয়ে কিছু বিষয়ে শিক্ষার্থীদের পড়তে সাহায্য করি সেখানকার এক প্রথম শ্রেনীর ছাত্রীকে ছুটির পর নিতে আসা বড় ভাই, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ।আমাদের বিদ্যালয়ে সে হয়ত এখন ২য় বা ৩য় শ্রেনীতে পড়ত _
কিন্তু আজ এখন রাজশাহীতে কোনো এক মাদ্রাসায় পড়ছে ।
তার কথা আপনাদের জানাচ্ছি, তার সঙ্গে কথা বলে কিছু বিষয়ে অবাক হবার পর । তাকে আমি আমার শ্রেনী কক্ষে সকলের সঙ্গে আমন্ত্রন জানালাম এবং সে আমাদের সঙ্গে ক্লাশ শেষ করল । ক্লাশের পর তার সঙ্গে কথা বলার আগ্রহ হল আমার, কেন সে উক্ত বাংলা ক্লাশে কোনভাবেই সাবলীল হতে পারেনি সেটা জানার ইচ্ছায় ।
জিজ্ঞেস করলাম, তোমার নাম কি ?
সে বলল, মামুন ।
তুমি কি তোমার নাম লিখতে পারো ?
ইংরেজীতে পারি, আর আরবীতে ।
আমি বললাম, কেন বাংলায় ?
সে বলল, আমাদের তো বাংলা পড়ায় না ।
কিছুক্ষণ আমি ভাষা হারিয়ে, ‘বাংলার বুকে বাংলা হারালাম’ ভয়ে, জিভ দিয়ে ঠোঁট ভিজালাম । আর তাকে বললাম, আমরা যে শিখিয়ে ছিলাম তা ভুলে গেছো ?
উত্তর দিল, ওখানে বাংলা কিছু পড়া লেখা মানা ।
ছেলেটিকে আর কিছু না বলে চলে আসলাম, অফিস কক্ষে ।
আমার কি আর কিছু বলবার প্রয়োজন আছে ? আমি যে কি বুঝাতে চাচ্ছি, সে ব্যাপারে ?
©somewhere in net ltd.