নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শঙ্খবীর

ভোরের পাখি ...

শঙ্খবীর মর্ম

লিখার জগতে, নব্য পাগল ! পড়ছি প্রৌকশলী হতে আর নিজেকে মানুষ প্রজাতির কিছু বানাতে ! লিখছি, “আমি বলতে পারি” এটুকু নিজেকে জানাতে । এইতো, আমি ।

শঙ্খবীর মর্ম › বিস্তারিত পোস্টঃ

|| ........ নব, নব সকাল ........ ||

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

তৃপ্ততায় আজকের সকাল নিশ্চয়ই তোমার ...

এই প্রথম যে, নিজেকে করলে উৎসর্গ,

নিজেকে ভাবলে দেবতার প্রসাদসম !



নিশ্চয়ই, তুমি প্রত্যহ নিজেকে সাজাবে দেবী

নিশ্চয়ই তুমি রাত প্রহরে চিৎকার লুকাবে রোজই

নিশ্চয়ই তুমি রোজ প্রত্যুষে, স্নানশেষে অভিনয় পারবে ভারী !



প্রার্থনা আমার, যেন ভুলেও মন অভিনয় ভুলে

করেনা আমায় আপন, জানালায় আকাশ মেঘের ঢলে !



প্রার্থনা!

তৃপ্ততায় আসুক প্রত্যেক সকাল তোমার ...

নিত্য বেচে থেকো নিজ গুনে, সামাজিক ঐ দেবতার পদতলে ।।



-------------------------------------------------জানুয়ারী ২০১৩

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

রাইসুল নয়ন বলেছেন: আমরা নতুন ব্লগে, তার মানে এই নয় কাব্য জগতে নতুন !!
আপনার লেখার হাত আমার থেকে ভালো কবি ,

তবে,
দ্বিতীয় পেড়ার লাইন তিনটিতে পরিবর্তনের আবেদন রইলো ।

বারবার "নিশ্চয় তুমি" কেমন যেন লাগছে,
আশা করি রাগ করবেন না ।।

ভালো থাকুন কবি ।।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

শঙ্খবীর মর্ম বলেছেন: না আমি রাগ করছিনা ! আপনাকে ধন্যবাদ ! এমন করে সমালোচনা করে পাশে থাকবেন ! ভালো করতে অনুপ্রানিত রইবো !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.