| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখার জগতে, নব্য পাগল ! পড়ছি প্রৌকশলী হতে আর নিজেকে মানুষ প্রজাতির কিছু বানাতে ! লিখছি, “আমি বলতে পারি” এটুকু নিজেকে জানাতে । এইতো, আমি ।
চাইনে হারিয়ে আবার আয় তুই
লোকাল বাসে প্রথম দেখার মুগ্ধতায় !
চাইনে ভুলিয়ে দে প্রথম সে চিৎকার
অধম নাম ধরে অনেক দিন পর দেখায় !
চাইনে বর্ষা কে লুকিয়ে ছুটে যা_
আবার হেটে চল, হঠাৎ সঙ্গী কামনায় !
চাইনে তাকিয়ে ঐ মেঘের ডানায়
খুঁজে নে আবার বন্ধু কাউকে, হাসির মিষ্টতায়
চাইনে ভুলিয়ে নিজেকে গানের সুরে
চেয়ে থাক অদূরে, মোর হেটে যাওয়ায় !
চাইনে নে ফিরিয়ে বৃক্ষমেলার করমচা
চুরি করা যা, আজও মানিব্যাগে শোভা পায় !
চাইনে করিয়ে দে মনে, দেয়া যত নম্বর,
ঠিকানা খালামনি বা ভাইয়ার, হঠাৎ দেখায় !
চাইনে দে পুড়িয়ে বকর বকর সব চিঠি
আজও যা শোভা পায়,বর্ষার ছাট আর চন্দ্র মায়ায় !
চাইনে নে কুড়িয়ে এই সেদিনকার স্মৃতি
অনেক কথার নিশ্চুপ তোর জন্মদিন শুভেচ্ছাময়
চাইনে যা মাড়িয়ে বেচে থাকার এট্টু তৃণ আশা
বেচে থাকুক, অর্ধ যুগের নতুন এ পরিচয় !
চাইনে নিয়ে আয় কোনদিন আর নিজের অল্প খাবার
দিবোনা তোকে না খাইয়ে, খাওয়াতে আমায় !
চাইনে ভাবিয়ে তোকে, আনন্দে কাটাতে রাত
ভাববোনা জড়িয়েছিলি আমায়, আপন মায়ায় !
চাইনে, চাইনে তবু হারিয়ে যা নিজের থেকে
আমি লিখবো আরও, তোর অনুভব জ্বালায় !
আমি থাকবো ভালো, তোর ভালো থাকার ভরসায়
আমি আনবো আলো, তোর পথ চলার আশায় !
চাইনে তবু, হারিয়ে ফেল স্বত্বাটিকে
আমি মিশে যাই, প্রকৃতি তবু সাজুক তুই আর কেমেলিয়ায় !
---------------------------------------------------- জানুয়ারী ২০১৩
২|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
শঙ্খবীর মর্ম বলেছেন: আমি কবি নই ! লেখক বলতে পারেন .।
অর্থাৎ লিখতে শুরু করেছি মাত্র . কবি হতে অনেক দেরী _
লিখতে চাই মনের ভাষায়, থাকবেন পাশে এমন করে !!
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
রাইসুল নয়ন বলেছেন: চাইনে হারিয়ে আবার আয় তুই
লোকাল বাসে প্রথম দেখার মুগ্ধতায় !
ভাই আমার আর আঁখির কাহিনী দিয়া কবিতা লিখলেন,
এখন মিষ্টি খাওয়ানো লাগবে ।
ভালোলাগা রইলো কবি ,
অনেক ভালো থাকুন, কবি, অনেক ভালো ।।