নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শঙ্খবীর

ভোরের পাখি ...

শঙ্খবীর মর্ম

লিখার জগতে, নব্য পাগল ! পড়ছি প্রৌকশলী হতে আর নিজেকে মানুষ প্রজাতির কিছু বানাতে ! লিখছি, “আমি বলতে পারি” এটুকু নিজেকে জানাতে । এইতো, আমি ।

শঙ্খবীর মর্ম › বিস্তারিত পোস্টঃ

ঢাকা ইম্পিরিয়াল কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ মাহফুযুল হক আর নেই !!

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮

আজ ঢাকা ইম্পিরিয়াল কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ মাহফুযুল হক রাত ৮.৩০ মিনিটে মৃত্যুবরণ করেছেন ! গভীর শোকের সঙ্গে, তার আত্মার মাগফেরাত কামনা করছি



উল্লেখ্য যে তিনি বেশ কয়েকদিন আগে স্ট্রোক করে ইউনাইটেড হসপিটালে ভর্তি ছিলেন এবং কয়েকদিন ধরে লাইফ সাপোর্ট নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন, সকলের অলক্ষ্যে !

প্রচন্ড প্রানবন্ত এই মানুষটি অসংখ্য গুনগ্রাহী এবং স্নেহধন্য শিক্ষার্থীদের কে কাদিয়ে আজ রাত ৮.৩০ মিনিটে নীরবে চলে গেলেন, না ফেরা দেশে !



View this link



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

সরসিজ আলীম বলেছেন: তার পরিবারকে সমবেদনা জানাই!

২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭

কুহক' বলেছেন: শোক সামলে নেবার ধৈর্য্য ধারন করবার শক্তি তার পরিবারে অটুট থাকুক।

৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:২০

কায়সার আহমেদ কায়েস বলেছেন: উনার আত্মার মাগফেরাত কামনা করছি। উনার নামাজে জানাজা কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে জানলে আমাদের কে জানাবেন।

৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৪

বাংলাদেশী দালাল বলেছেন: ভাই খুব কস্ট দায়ক একটা সংবাদ দিলেন। চির জীবন ভুলব না উনাকে।

উনার আত্তার শান্তি কামনা করছি।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮

ওয়াসিম আজাদ বলেছেন: সামুতে পায়চারি করছিলাম, চোখ আটকে গেল (বিশ্বাস হয়নি- স্যার নেই), বুকের ভেতর কষ্টের একটা শীতল স্রোত বয়ে গেল। সেই সাথে কিছু স্মৃতি..... অনেক স্মৃতি.... অনেক স্মৃতি.... অনেক... এই মানুষটিকে যে সামনে থেকে দেখেনি, তাকে বলে বুঝানো যাবে না .....তিনি আমাদের কত প্রিয় ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.